বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বর্ষবরণে শুটিংয়ের কথা জানালেন জয়া

  •    
  • ১৫ এপ্রিল, ২০২২ ০০:৩২

ফেসবুকে জয়া লিখেছেন, ‘১৪২৯ সালের প্রথম দিন পুরনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হলো। দিনব্যাপী কাজ করলাম সেই চারুকলা, সেই রমনার বটমূল প্রান্তরে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেয়ার এই বিশেষ দিনে, আহ! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন।’

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তায় একইসঙ্গে তিনি জানিয়েছেন তার নতুন সিনেমার কিছু খবর।

নিউজবাংলার খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকালে তাকে দেখা গেছে চারুকলার মঙ্গল শোভাযাত্রায়। জয়া কিছু না জানালেও ইউনিটের দুজন নিউজবাংলাকে জানান, জয়া শুটিং করছেন। এ সময় জয়ার সঙ্গে ছিলেন রিকিতা নন্দিনী শিমু।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে ফেসবুকে অল্প কথা লিখেছেন, জানিয়েছেন পুরো দিনটি কীভাবে কাটল তার।

জয়া লিখেছেন, ‘১৪২৯ সালের প্রথম দিন পুরনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হলো। দিনব্যাপী কাজ করলাম সেই চারুকলা, সেই রমনার বটমূল প্রান্তরে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেয়ার এই বিশেষ দিনে, আহ! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন।

তিনি আরও লিখেছেন, ‘আর এই সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার ইরানি ইউনিটকে। পুরো ইউনিটের সবাই মিলে আজ আমরা গায়ে জড়িয়েছিলাম বৈশাখী পোশাক। ভীষণ আনন্দে কেটেছে পুরোটা দিন। এই ইউনিটের সঙ্গে বিগত দুই সপ্তাহ ধরে কাজ করছি ‘ফেরেশতে’ নামের চলচ্চিত্রে। ব্যস্ততার কারণে এতদিন কিছুই জানাতে পারিনি। তবে আশা রাখি, সবকিছু গুছিয়ে খুব শিগগির আমরা এই চলচ্চিত্রের বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।’

জয়ার প্রত্যাশা, স্বপ্ন পূরণের বছর হোক ১৪২৯। সবাইকে নববর্ষের রঙিন শুভেচ্ছা জানিয়ে শেষ করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

এ বিভাগের আরো খবর