বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। আর এ আয়োজনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। বর্ণিল সাজে, মুখোশ ও মোটিফ নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে সর্বজনীন।
সব শ্রেণি-পেশার মানুষই এ আয়োজনে অংশ নেন। অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যায় এ আয়োজনে।
বাংলা সন ১৪২৯ বরণ করে নেয়ার মঙ্গল শোভাযাত্রায় দেখা মিলেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এ সময় তার সঙ্গে আরও দেখা গেছে রিকিতা নন্দিনী শিমুকে।
তারা দুজনে রিকশায় করে ঘুরছিলেন। এ সময় আরও দেখা যায় জয়া একটি শিশুকে কোলে নিয়ে মঙ্গল শোভাযাত্রার স্থলে হাঁটছেন, সঙ্গে শিমু ও আরেক ব্যক্তি। পরে বোঝা গেল সেটি ছিল শুটিংয়ের অংশ।
লাল-সাদা রঙের পোশাক, মাথায় ফুলের টায়রা পরা ছিলেন দুজনেই। মঙ্গল শোভাযাত্রায় অনেক মানুষের ভেতরে জয়া ও শিমুকে সহজে চেনার উপায় ছিল না। তারপরও তারা এড়াতে পারেননি নিউজবাংলার ক্যামেরা।
সেখানে জয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে দূর থেকেই তিনি ইশারায় জানিয়ে দেন কথা বলবেন না তিনি। তবে তার সঙ্গে থাকা শুটিং ইউনিটের দুজন নিউজবাংলাকে জানান, শুটিং করতেই জয়া ও শিমুর শোভাযাত্রায় আসা। এ ব্যাপারে তারা বিস্তারিত পরে জানাবেন, কিন্তু শুটিংয়ের এ পর্যায়ে জয়া বা শিমুর সঙ্গে কথা বলা যাবে না বলে জানান তারা।
জয়া ও শিমু সম্প্রতি শুরু করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত একটি সিনেমার কাজ। মন্ত্রণালয়ে জমা দেয়া কাগজ অনুযায়ী সিনেমাটির নাম সিএনজি।
মন্ত্রণালয়ের দেয়া অনুমতিপত্রের শর্তানুযায়ী চলচ্চিত্রটি অবশ্যই বাংলাদেশের সিনেমা হলে নিয়মানুযায়ী মুক্তি দিতে হবে।