বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি অর্থাৎ কলকাতায় পহেলা বৈশাখ উদযাপন করছেন দেশের অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা।
নববর্ষের দিনে কলকাতায় থেকে তিনি মিস করছেন পান্তা ইলিশ, রমনা বটমূল, মঙ্গল শোভাযাত্রাসহ অনেক কিছুই।
মিথিলার স্মৃতিজুড়ে থাকা দেশের এসব স্মৃতির কথা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
সেখানে তিনি বলেছেন, “কলকাতা, তুমি কি আমায় দিতে পারবে আমার ‘দ্যাশ’-এর রমনা বটমূলের স্বাদ, গন্ধ, স্মৃতি?’’
মিথিলার সঙ্গে রয়েছে তার মেয়ে আইরা, আর সৃজিত তো রয়েছেনই। বন্ধু-বান্ধবের সঙ্গে চলবে বৈঠকি আড্ডা। সৃজিত পরবেন পাঞ্জাবি, লাল পাড়-সাদা শাড়িতে মিথিলা। তার কপালে থাকবে নতুন বছরে নতুন সূর্যের মতো লাল টিপ।
বর্ষবরণের প্রস্তুতি নিয়ে মিথিলা বলেছেন, “পান্তা-ইলিশ থাকবে না। থাকবে না ঢাকার বিস্তৃত রমনা পার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীরা রাত জেগে বানান নানা ধরনের মুখোশ, পোস্টার, লতা-পাতায় সাজানো ফেস্টুন। সেই সব নিয়ে মঙ্গল শোভাযাত্রা ভোর থেকে। সবার পরনে লাল পাড়, সাদা শাড়ি। কপালজুড়ে টিপ। গলায়, ‘এসো হে বৈশাখ গান’। সংসদ ভবনের সামনের লম্বা রাস্তাজুড়ে দেশের সবচেয়ে বড় আল্পনা।”
মিথিলা জানান, শুধু ঢাকা নয়, দেশের সব জেলায় এই উৎসব পালিত হয়।
ভারতে বাংলা নববর্ষ জাতীয় স্তরের উদযাপন নয়। সব জেলায় হয় কি না জানি না। তবু আইরা দুই বাংলার নববর্ষ দেখে বড় হচ্ছে, সেটাও কম না মিথিলার কাছে।
তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে বৈশাখের ভোরে আইরার সাজেও যেন থাকে লাল পাড়ের ঢাকাই শাড়ি। কপালে লাল টিপ।