বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্মের পথে ঈশিকা, ফিরবেন না মিডিয়ায়

  •    
  • ১১ এপ্রিল, ২০২২ ২১:২৬

ফ্যানদের জন্য ঈশিকা লেখেন, ‘অনেকেই হয়তো আমার মিডিয়াতে ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এখন আমি হিজাব পরা শুরু করেছি এবং আমার বিশ্বাসের কাছাকাছি পৌঁছেছি। আমি মিডিয়াতে ফিরব না।’

মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। বহু টিভি নাটক, বিজ্ঞাপন করেছেন তিনি। দেখা গেছে উপস্থাপনাতেও। পেয়েছিলেন দর্শকপ্রিয়তাও।

কিন্ত এসব ছেড়ে হঠাৎ করেই লন্ডন পাড়ি দেন ঈশিকা। সেখানে পেতেছেন সংসার। অনেকের ধারণা ছিল, আবারও ফিরবেন তিনি, শুরু করবেন কাজ।

কিন্তু তার ইনস্টাগ্রামের ধারবর্ণনা সে কথা বলছে না। তিনি হয়তো দেশে ফিরতে পারেন, তবে অভিনয় আর করবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ ঈশিকা এখন ধর্মীয় আচার-আচরণে তার জীবন পরিচালিত করতে চান।

ঈশিকার ইনস্টায় ফলোয়ার সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন। সেখানে তার অধিকাংশ ছবিই হিজাব ও বোরকা পরা। সেই ছবি ঘাঁটতে ঘাঁটতে পাওয়া গেল তার একটি বক্তব্য। ২০২১ সালের ৮ অক্টোবর তিনি তার হিজাব পরা দুটি ছবি পোস্ট করে লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস

২০২১ সালের ৮ অক্টোবর দেয়া ঈশিকার ইনস্টা স্ট্যাটাস। ছবি: সংগৃহীত

সেখানে ঈশিকা লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে আমি হিজাব পরা শুরু করেছি। এখন অনেক শান্তি অনুভব করছি। এটি আমার জীবনে নেয়া সেরা সিদ্ধান্ত। আমি সত্যিই মনে করি, আমি সঠিক সময়ে সঠিক কাজটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ শেষ অবধি এটা চালিয়ে যাব।’

স্ট্যাটাসে তিনি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেও কিছু কথা লিখেছেন। ঈশিকা ‘মিডিয়ার জন্য’ উল্লেখ করে লেখেন, ‘আমি আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং যারা এখনও মিডিয়াতে কাজ করছেন তাদের জন্য আমি মঙ্গল কামনা করছি। আমি আশা করি, আল্লাহ তাদের সব কাজে সাফল্য দেবেন এবং ইসলামের পথে আসতে সফল হবেন। আমার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকার জন্য সমস্ত সাংবাদিকের ধন্যবাদ জানচ্ছি।

ফ্যানদের জন্য ঈশিকা লেখেন, ‘অনেকেই হয়তো আমার মিডিয়াতে ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এখন আমি হিজাব পরা শুরু করেছি এবং আমার বিশ্বাসের কাছাকাছি পৌঁছেছি। আমি মিডিয়াতে ফিরব না। কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন।’

ঈশিকা তার ইউটিউব চ্যানেলের কনটেন্টে নানা রকম সমস্যা নিয়ে কথা বলেন, রেসিপির ভিডিও দেন।

এ বিভাগের আরো খবর