বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেজে উঠছে ‘রালিয়া’র বিয়ের স্পটগুলো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ এপ্রিল, ২০২২ ১৪:১৩

বিয়েতে মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। মূলত দুই পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় নিশ্চিতভাবে এই বিয়ের সাক্ষী থাকবেন।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে ভক্ত-দর্শকসহ নেটিজেনদের উন্মাদনা তুঙ্গে। আর অন্যদিকে বর-কনের পরিবারের মুখে কুলুপ। অবশ্য তাতে কিছু চাপা থাকছে না। বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে খবর চলে আসছে ভারতীয় গণমাধ্যমে।

১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ কথা তো এখন সবার জানা। শুরু হয়ে গেছে প্রস্তুতিও। এসব আয়োজন তো আর ঢেকে রাখতে পারছেন না তারা।

রণবীরের বান্দ্রার বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, সেই ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে। আলোর রোশনাইতে ভরে গেছে কাপুর পরিবারের আরকে স্টুডিও। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ছে সবই।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, শুধু আরকে স্টুডিওই নয়, স্টুডিওর আশপাশের গাছগুলোকেও সাজানো হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪ এপ্রিল বেলা ২টা থেকে ৩টার মধ্যে রওনা দেবে আলিয়ার বারাত। সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। মেহেন্দির অনুষ্ঠান হবে ১৩ এপ্রিল। ১৪ তারিখ সকালে বসবে গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান হবে রণবীরের বাড়িতেই।

বিয়েতে মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। মূলত দুই পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় নিশ্চিতভাবে এই বিয়ের সাক্ষী থাকবেন।

জানা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় সাজবেন আলিয়া। বর রণবীর সাজবেন বন্ধু মণীশ মালহোত্রার পোশাকে। বিয়ের থিম রং প্যাস্টেল।

বিয়ের রিসেপশনের আয়োজন করা হচ্ছে ১৭ এপ্রিল। মুম্বাইয়ের সাত তারা হোটেল তাজ প্যালেসে বসবে রণবীর-আলিয়ার রিসেপশন।

এ বিভাগের আরো খবর