ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য এবং জনপ্রিয় অভিনেতা ফারুক প্রায় এক বছর ধরে চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। হঠাৎ করে রোববার সকালে গুজব ছড়ায় তার মৃত্যু হয়েছে।
এমন খবরে খুবই বিব্রত ফারুকের পরিবার ও স্বজনেরা। গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।
রোববার দুপুরের দিকে ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ফারুক ভালো আছেন। গত দুই দিন খুব বাজেভাবে কিছু খবর ফারুকের সম্পর্কে ছড়ানো হচ্ছে। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা না জেনে এ ধরনের অপপ্রচার চালাবেন না।’
ফারহানা আরও বলেন, ‘আমি প্রায় এক বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে আছি। ফারুককে নিয়ে এমনি আমাদের ওপর অনেক মানসিক চাপ যাচ্ছে। এর মধ্যে যদি এই ধরনের খবর আসে, এটা আমার ওপর, আমার বাচ্চা, আমার ভাই-বোন, আমার ভাগনি, যারা আমাদের এক-দেড় বছর ধরে খুব সামলে রেখেছে, তাদের ওপর ভীষণ চাপ পড়ে।’
কথার শেষে ফারুকের স্ত্রী সবার কাছে দোয়া চান এবং ফারুককে নিয়ে তাড়াতাড়ি বাংলাদেশ ফেরার প্রত্যাশা করেন।