দীর্ঘদিন পর নতুন সিনেমায় যুক্ত হলেন অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমার নাম প্রহেলিকা। এতে মাহফুজের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। তিনি নিউজবাংলাকে জানান, ১ জুন থেকে সিনেমার শুটিং শুরু হবে এবং সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে প্রহেলিকা সিনেমাটি।
মাহফুজ আহমেদকে নিয়ে অনেক নাটক নির্মাণ করেছেন চয়নিকা। অন্যদিকে বুবলীকে নিয়ে এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম কাজ।
মাহফুজকে নিয়ে চয়নিকার বক্তব্য, ‘মাহফুজ আহমেদকে নিয়ে অনেক কাজ করেছি। সিনেমাতেও তাকে নিয়ে কাজ করতে চাই। তিনি অত্যন্ত গুণী অভিনেতা। আর গল্পটির যে চরিত্র, সেটিতে মাহফুজ আহমেদই সবচেয়ে ভালো সেট করেন।’
সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার।
ভক্ত-অনুসারীদের সিনেমাটির খবর জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন বুবলী। সেখানে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘সুন্দর কাজটির অংশ হতে পেরে আমি খুব খুশি। পুরো ইউনিটকে অনেক ধন্যবাদ।’