বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পার্টিতে খালি পায়ে রামচরণ

  •    
  • ৮ এপ্রিল, ২০২২ ০৯:৩১

পার্টিতে রামচরণের উপস্থিতি সবচেয়ে বেশি নজর কেড়েছে। এতে খালি পায়ে দেখা যায় তাকে। অভিনেতাকে খালি পায়ে দেখে অবাক নেটিজন ও তার ভক্ত-অনুরাগীরা।

বাহুবলীর মতো ব্লকবাস্টার সিনেমা বানানো পরিচালক এস এস রাজমৌলি এবার বক্স অফিস কাঁপাচ্ছেন আরআরআর দিয়ে। বক্স অফিস কালেকশনে অনেক রেকর্ড ভেঙেছে সিনেমাটি।

তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে।

বক্স অফিসে এমন অপ্রতিরোধ্য সাড়া পাওয়ায় খুশি নির্মাতা ও সংশ্লিষ্টরা। আরআরআর-এর সাফল্যও উদযাপন করেছেন তারা। মঙ্গলবার রাতে মুম্বাইয়ে ছবিটির সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল।

এতে প্রধান দুই নায়ক রামচরণ এবং জুনিয়র এনটিআরের উপস্থিতি পার্টিকে আরও রঙিন করে তুলেছিল।

পার্টিতে রামচরণের উপস্থিতি সবচেয়ে বেশি নজর কেড়েছে। এতে খালি পায়ে দেখা যায় তাকে। অভিনেতাকে খালি পায়ে দেখে অবাক নেটিজন ও তার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন কেন খালি পায়ে এসেছিলেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, হিন্দু দেবতা আয়াপ্পার দীক্ষা নিচ্ছেন রামচরণ। এই দীক্ষার অংশ হিসেবেই ৪১ দিন জুতা পায়ে হাঁটবেন না তিনি।

কেরালায় এই দেবতার মন্দিরে পূজা দিয়েই জুতা পরবেন অভিনেতা। এ রীতি পালনের সময় বিছানায় ঘুমানো ও চুল-দাড়ি কাটাও বারণ। কঠোর নিয়ম মেনেই এই ব্রত পালন করছেন অভিনেতা।

এ পার্টিতে করণ জোহর, আমির খান, হুমা কুরেশি, জিতেন্দ্র, জনি লিভার, জয়ন্তীলাল গাদা, সতীশ কৌশিক, তুষার কাপুর, তনুশ্রী দত্ত এবং জাভেদ আখতারসহ বলিউডের অনেক তারকাকেই দেখা গেছে।

সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অজয় ​​দেবগন ও আলিয়া ভাট, কিন্তু সাকসেস পার্টিতে ছিলেন না তারা।

সম্প্রতি এমন খবর ছড়িয়েছিল যে, এই সিনেমায় যতটা সময় স্ক্রিনে আলিয়ার উপস্থিতির কথা, ততটা সময় দেখা যায়নি তাকে। তাই পরিচালক রাজমৌলির ওপর খুশি নন আলিয়া, তবে এসব গুজব উল্লেখ করে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছিলেন অভিনেত্রী।

আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে চর্চা এখন তুঙ্গে। ১৭ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ছেন এই জুটি। তাই হয়তো ব্যস্ত আলিয়া, কিন্তু কী কারণে অজয় পার্টিতে যোগ দিলেন না, সে প্রশ্ন তার ভক্ত-অনুরাগীদের।

এ বিভাগের আরো খবর