বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সারা দেখতে মায়ের মতো, স্বভাবে বাবার

  •    
  • ৭ এপ্রিল, ২০২২ ১৩:৪৩

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমাদের দেখতে সত্যিই এক রকম, কিন্তু এটা একেবারেই স্বাভাবিক নয়। লোকজন আমাদের আইডেন্টিকাল বলে থাকেন। শুধু চারিত্রিক বৈশিষ্ট্য উল্টে গেছে। আমি মায়ের মতো দেখতে হলেও স্বভাব বাবার মতো এবং ইব্রাহিম বাবার মতো হলেও স্বভাবে পুরোই মায়ের মতো শান্তশিষ্ট।’

বলিউডের তারকা সন্তানদের মধ্যে সারা আলি খান এবং তার ভাই ইব্রাহিম আলি খানের সম্পর্কের রসিকতা দেখার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইলে চোখ রাখলেই তা বোঝা যায়। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের দুই সন্তান সব সময়ই চর্চায় থাকেন।

তবে বলিউডে পা রাখার পর থেকে সারা কিংবা ইব্রাহিমের চেহারা নিয়েও আলোচনা কম হয়নি।

সবারই বক্তব্য একটাই, দুজনে বাবা-মায়ের কিছুই ছাড়েননি। সারা যেন একেবারেই ছোট বয়সের অমৃতা, আর ইব্রাহিম যেন সাইফের ছোট বেলার কার্বন কপি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমাদের দেখতে সত্যিই এক রকম, কিন্তু এটা একেবারেই স্বাভাবিক নয়। লোকজন আমাদের আইডেন্টিকাল বলে থাকেন। শুধু চারিত্রিক বৈশিষ্ট্য উল্টে গেছে। আমি মায়ের মতো দেখতে হলেও স্বভাব বাবার মতো এবং ইব্রাহিম বাবার মতো হলেও স্বভাবে পুরোই মায়ের মতো শান্তশিষ্ট।

‘আমাদের বাবা-মা যে অল্প বয়সে ঠিক এ রকম দেখতে ছিলেন এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এতটা মিল যেন সত্যিই অবাক করার মতো।’

বাবা-মায়ের সঙ্গে সারা ও ইব্রাহিম। ছবি: সংগৃহীত

সারা যে ভীষণ মাত্রায় চঞ্চল তার পরিচয় মাঝেমধ্যেই মেলে। নবাব পরিবারের সদস্য হলেও তিনি যথেষ্ট সাধারণ, এক কথায় তারকা আচরণ সেইভাবে নেই।

সারার মিষ্টি স্বভাব নিয়ে দর্শকরাও যথেষ্ট প্রশংসা করেন। বেশ কিছুদিন আগেই ভিকি কৌশলের সঙ্গে শুট করে ফিরেছেন অভিনেত্রী।

অন্যদিকে ইব্রাহিম সম্পূর্ণ নিজেকে ব্যস্ত রাখেন পরিচালনার দিকেই। করণ জোহরের আগামী সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।

এ বিভাগের আরো খবর