আইনের কাছে সাধারণ মানুষ কিংবা তারকা সবাই সমান। তাই তো ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ৭০০ রুপি জরিমানা গুনতে হলো ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আল্লু অর্জুনের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি-তে কালো রঙের কাচ ব্যবহারের জন্য এই জরিমানা করেছে পুলিশ।
ভারতে গাড়ির জানালায় কালো কাচ ব্যবহার নিষিদ্ধ। তা সত্ত্বেও একাধিক তারকা প্রায়ই সেই নিয়ম ভঙ্গ করেন।
তারকাদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ করে হায়দরাবাদ পুলিশ গাড়ি থেকে কালো কাচ সরানোর উদ্যোগ নিয়েছে এবং এমন গাড়ি দেখলেই চালান ইস্যু করছে। এরই পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুনকে ৭০০ রুপি জরিমানা দিতে হয়েছে।
এই অভিযানে হায়দরাবাদ পুলিশ কালো রঙের গাড়ির কাচ ছাড়াও জাল স্টিকার এবং এমএলএ স্টিকারওয়ালা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। এই অভিযানে আল্লু অর্জুনের আগে একই অভিযোগে কল্যাণ রাম এক অভিনেতাকেও জরিমানা করা হয়েছে।