২৪ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও অভিযোগপত্রের ১ নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গুলশানের একটি বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব।
এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সোহেল চৌধুরী ও দিতি দম্পতির মেয়ে লামিয়া চৌধুরী। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। নো কমেন্টস।’
কোনো দাবি, কোনো ক্ষোভ আছে কি না জানতে চাইলে বুধবার বিকেলে লামিয়া বলেন, ‘না, এগুলো কিছু নাই। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি।’
সোহেল চৌধুরী যখন মারা যান, তখন লামিয়া অনেক ছোট এবং তারা বাবা-মা অর্থাৎ সোহেল-দিতির বিচ্ছেদ হয়ে গেছে। লামিয়া তখন তার মায়ের কাছেই থাকতেন।
বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী।
মিষ্টিজাতীয় খাবার বিক্রির একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে লামিয়ার। যার নাম লিম্পিস। তিনি টরন্টো ফিল্ম স্কুল, কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।