বর্তমানে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রাশ্মিকা মান্দানা। পুষ্পা সিনেমা মুক্তির পর সেই জনপ্রিয়তা আরও তুঙ্গে।
এখন রাশ্মিকার নাম উঠলেই যেন দর্শকের চোখে ভেসে উঠে পুষ্পার ‘সামি সামি’ বা ‘শ্রীভাল্লি’ গানের দৃশ্য। এই সিনেমায় আল্লু অর্জনের সঙ্গে তার রসায়নে মুগ্ধ দর্শক ও ভক্ত-অনুরাগীরা।
এর আগে থেকেই ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের মতো বড় বড় তারকাকে পেছনে ফেলেছেন তিনি।
গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া’ লিখে সার্চ করলেই দেখা যায় রাশ্মিকার ছবি। আজ এই ‘ন্যাশনাল ক্রাশ’-এর জন্মদিন। ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্ণাটকের বিরাজপেটে জন্ম রাশ্মিকার।
কর্ণাটকে রাশ্মিকার ডাকনামই ন্যাশনাল ক্রাশ। এই ‘ন্যাশনাল ক্রাশ’কে আসলে কী নামে ডাকেন আল্লু অর্জুন।
পুষ্পা সিনেমার প্রচারের সময়ে রাশ্মিকা ও আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
পুষ্পার কাজ করতে গিয়ে আল্লুর সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়েছে রাশ্মিকার। তাই তো রাশ্মিকাকে ‘ক্রাশমিকা’ বলে ডাকেন আল্লু।
২০১৬ সালে কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে অভিনয়ে পা রাখেন রাশ্মিকা। এরপর খুব অল্প সময়েই তেলেগু ও কন্নড় সিনেমায় সাড়া ফেলেছেন তিনি।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ছবি: সংগৃহীত
এবার মিশন মজনু নামের একটি সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে রয়েছেন বলিউডের হালের ক্রেজ সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি জানা গেল রণবীর কাপুরের বিপরীতে ক্রাইম ড্রামা অ্যানিম্যাল সিনেমায় অভিনয় করবেন তিনি।
এ ছাড়া বলিউড নির্মাতা বিকাশ বহেলের আসন্ন সিনেমা গুডবাইতেও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে রাশ্মিকাকে।