দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়-সব ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আইরা, কোলামাভু কোকিলা, কোলাইয়ুথির কালাম-এর মতো বেশ কিছু নারী প্রধান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রূপালি পর্দায় ঝড় তুলেছেন হার্টথ্রব নয়নতারা। কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা আর প্রশংসা।
গত বছরের মাঝামাঝি জানা যায় পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরে নাকি বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার খ্যাত এই অভিনেত্রী। আর তার বিপরীতে থাকছেন বলিউড কিং শাহরুখ খান।
এরপর একবার শোনা গিয়েছিল এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন নয়নতারা। তবে এবার জানা যাচ্ছে চলতি মাসেই শাহরুখের সঙ্গে এই সিনেমার শুটিং শুরু করছেন তিনি।
পাঠান সিনেমার কাজ সেরে স্পেন থেকে সদ্যই মুম্বাই ফিরেছেন শাহরুখ। এবার শোনা যাচ্ছে অ্যাটলির সিনেমায় কাজ শুরু করবেন তিনি।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই সিনেমার শুটিং করবেন শাহরুখ, আর এতে তার সঙ্গে যোগ দিবেন নয়নতারা। মুম্বাইয়ে ১০ দিনের শুটিং শিডিউল রয়েছে।
গত বছর এই সিনেমার ঘোষণা করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। তবে সিনেমাটির নাম জানাননি তিনি। তবে এটি কোনো রিমেক নয়, অরিজিনাল গল্পে তৈরি এই সিনেমার চিত্রনাট্য।
সিনেমার বাজেট নাকি প্রায় ২০০ কোটি রুপির কাছাকাছি। শোনা যাচ্ছে, এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে।