বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিঝু উৎসবে আসছে চাকমা ভাষার চলচ্চিত্র ‘স্ববনত তুই’

  •    
  • ১ এপ্রিল, ২০২২ ১৪:২১

সুপ্রিয় চাকমা বলেন, ‘চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিঝু। এই উৎসবে চাকমারা আনন্দে মেতে ওঠেন। আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতেই এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।’

চাকমাদের প্রধান সামাজিক উৎসব বিঝু উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এ জনগোষ্ঠীর ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্ববনত তুই।

আগামী ৫ এপ্রিল চলচ্চিত্রটি ‘হিলর প্রোডাকশন’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে পারে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রের নির্মাতা সুপ্রিয় চাকমা।

তিনি বলেন, ‘চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিঝু। এই উৎসবে চাকমারা আনন্দে মেতে ওঠেন। আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতেই এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।’

চলচ্চিত্রটির কাহিনি নিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে যুব সমাজ ভালো কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্নভাবে অনেক খারাপ দিকেও ঝুঁকে পড়ছে। আবার তারা মা-বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের টাকা চেয়ে নেয়। সে টাকায় অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। এই বিষয়গুলো এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।’

গত বছরের জুলাইয়ের দিকে হিলর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয় দাভা টেঙা নামে চাকমা ভাষার একটি চলচ্চিত্র। দর্শকদের সারা পাওয়ায় স্ববনত তুই নামে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন সুপ্রিয় চাকমা।

তিনি বলেন, ‘দাভা টেঙা চলচ্চিত্রে ব্যাপক সারা পেয়েছিলাম আমরা। আশা করিস্ববনত তুই এই চলচ্চিত্রের সেই সাড়া পাবো।’

স্ববনত তুই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন সুমন চাকমা, মিঠু চাকমা ও জেনি চাকমা।

এ বিভাগের আরো খবর