অস্কারের ৯৪তম আসরে অস্কার এসেছে এশিয়াতে। হলিউডের বা আমেরিকান সিনেমা ছাড়া একটি বিভাগে অস্কার দেয়া হয় অন্য দেশের সিনেমার জন্য। সিই বিভাগটি হলো আন্তর্জাতিক ফিচার ফিল্ম। সেই বিভাগে জিতেছে জাপানের সিনেমা ড্রাইভ মাই কার।
সেরা সিনেমা কোডা, অভিনেতা উইল স্মিথ এবং অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন জেসিকা চাস্টেইন। এ ছাড়া পার্শ্ব চরিত্রের অভিনয়শিল্পী হিসেবে অস্কার উঠেছে অভিনেত্রী আরিয়ানা ডেবোস ও অভিনেতা ট্রয় কোটসুরের হাতে।
জেন ক্যাম্পিয়ন এবারের আসরের সেরা পরিচালক। তিনি নির্মাণ করেছেন দ্য পাওয়ার অব দ্য ডগ সিনেমাটি। সেরা সিনেমা পার্শ্ব চরিত্রের অভিনেতা ছাড়াও কোডা সিনেমাটি পেয়েছে অ্যাডাপটেড স্ক্রিনপ্লের অস্কার।
ডিউন এর ঘরে অস্কার এসেছে ছয়টি। ভিজ্যুয়াল ইফেক্ট, সাউন্ড, প্রোডাকশন ডিজাইন, মিউজিকে (অরিজিনাল স্কোর) হ্যান্স জিমার, ফিল্ম এডিটিংয়ে জো ওয়াকার, সিনেমাটোগ্রাফি বিভাগে গ্রেগ ফ্রেইজার পেয়েছে অস্কার।
অ্যানিমেটেড ফিচার ফিল্ম এনক্যান্টো, পোশাক ডিজাইন, তথ্যচিত্র (ফিচার), তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট), রূপ ও চুল সজ্জা, সংগীত (গান), স্বল্পদৈর্ঘ্য (অ্যানিমেটেড), স্বল্পদৈর্ঘ্য (লাইভ অ্যাকশন), মৌলিক চিত্রনাট্যসহ মোট ২৩টি বিভাগে দেয়া হয়েছে মর্যাদাপূর্ণ এ পুরস্কার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে, বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টায় শুরু হয় এই আয়োজন।