একই সঙ্গে বলিউডে নিজেদের অভিষেক সিনেমার শুটিং শুরু করলেন শাহরুখকন্যা সুহানা, শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্যা নন্দা।
গত বছরের নভেম্বরে বলিউড পরিচালক-প্রযোজক জোয়া আখতার ঘোষণা করেন তার নতুন প্রজেক্ট দ্য আর্চিস-এর নাম। আর এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক তারকা পরিবারের এই তিন সন্তানের।
আমেরিকান তিন হাইস্কুল পড়ুয়া, আর্চি, ভেরোনিকা ও বেটি। চল্লিশের দশকে আবির্ভাব হওয়া এই চরিত্রগুলো বুঁদ করে রেখেছিল পাঠকদের। চরিত্রগুলো বিখ্যাত কমিকস আর্চির।
তিনটি চরিত্রের মধ্যে আর্চি ছেলে এবং ভেরোনিকা ও বেটি মেয়ে চরিত্র। এদের বন্ধুত্ব এবং ত্রিকোণ প্রেম মাত করে রেখেছিল কমিকপ্রেমীদের। অনেকের দাবি, তারা এখনও আবেগের। তারাই এবার আসতে যাচ্ছে বলিউডের সিনেমায়।
শুটিং সেটে সুহানা, খুশি ও আগস্ত্যা। ছবি: ইনস্টাগ্রাম
শুটিং সেট থেকে ভাইরাল হয়েছে সুহানা, খুশি ও আগস্ত্যার একাধিক ছবি। যা দেখে তাদের চরিত্রের আন্দাজ করতে বিশেষ অসুবিধে হচ্ছে না।
শুটিং সেটে খুশি ও আগস্ত্যা। ছবি: ইনস্টাগ্রাম
খুশির লুক দেখে মনে করা হচ্ছে তাকে বেটি আর সুহানাকে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে। আর আর্চির চরিত্রে যে আগস্ত্যা তা আগে থেকেই জানা।
শুটিং সেটে সুহানা ও খুশি। ছবি: ইনস্টাগ্রাম
নেটফ্লিক্সের জন্য নির্মিত এ সিনেমাটি ঘোষণার সময় জোয়া আখতার বলেছিলেন, ‘দ্য আর্চিসকে জীবন্ত করার সুযোগ পেয়ে আমি খুব উত্তেজিত। এটি আমার শৈশব ও কৈশোরের একটি বড় অংশ জুড়ে ছিল। চরিত্রগুলো আইকনিক এবং বিশ্বব্যাপী জনপ্রিয়, ফলে আমি কিছুটা নার্ভাসও।’