বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গেরিলা যোদ্ধা শহীদ আজাদের চরিত্রে অপূর্ব

  •    
  • ২৪ মার্চ, ২০২২ ১৫:৩৭

নির্যাতনে আজাদের নখ উপড়ে নেয়া হয়েছে, চোখ একপাশ থেকে গলে বেড়িয়ে এসেছে। এমন শারীরিক অবস্থায় আজাদ তার মা’কে বলে. ‘মা, এত অত্যাচার কতদিন সহ্য করতে পাবর জানি না। ভয় হয়। যদি সহ্য করতে না পারি? যদি মুখ খুলি।’

ত্রিপুরার মেলাঘর থেকে আগস্টের প্রথম সপ্তাহে একটি দল পূর্ব পাকিস্তানে ঢোকে। দলের নাম ক্র্যাক প্লাটুন। তাদের মূল পরিকল্পনা ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়া।

ব্রিগেড মেজর খালেদ মোশাররফের পরিকল্পনায় অপারেশনটির জন্য দলটিকে এক মাস ট্রেইন করা হয়। ঢাকায় এসে তারা প্রথমে ছোটখাট কিছু গেরিলা অপারেশন চালায়। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন রেকি করে আসে। তবে দুর্ভাগ্যক্রমে এই অপারেশনের প্রস্তুতিকালীন সময়ে রাজাকারদের তথ্যের ভিত্তিতে পাকিস্তানী মিলিটারীরা দলটির অর্ধেক সদস্যদের ধরে ফেলতে সক্ষম হয়।

রমনার এমপি হোস্টেলের কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের ওপর করা হয় অমানবিক নির্যাতন। ক্র্যাক প্লাটুনের একজন সদস্য ছিলেন আজাদ। তার মা রমনা থানায় গিয়ে গোপনে আজাদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

নির্যাতনে আজাদের নখ উপড়ে নেয়া হয়েছে, চোখ একপাশ থেকে গলে বেড়িয়ে এসেছে। এমন শারীরিক অবস্থায় আজাদ তার মা’কে বলে. ‘মা, এত অত্যাচার কতদিন সহ্য করতে পাবর জানি না। ভয় হয়। যদি সহ্য করতে না পারি? যদি মুখ খুলি।’

আজাদের মা চোখের জল গোপন করে ছেলেকে দৃঢ় কণ্ঠে বলে, ‘বাবা, যখন মারবে আমার কথা মনে করবা। বাকীদের নাম বলে দিও না।’

সত্য ঘটনার সঙ্গে কিছু নাটকীয়তা যোগ করে নির্মাণ করা হয়েছে নাটক নিহত নক্ষত্র। মাগফার আহমেদ চৌধুরী আজাদের সত্য ঘটনা নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার।

মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, আর তার মা’র চরিত্রে মুনিরা মিঠু। নাটকিটি প্রচার হবে ২৬ মার্চ, শনিবার, রাত ৮ টায় আরটিভিতে।

পুরুষ চরিত্রে আরও আছেন আজাদ, কর্নেল গোলাম মালিক জাঞ্জুয়া (পাকিস্তানী আর্মি পোশাকে), খালেদ মোশারফ, টারবাইন ফিটার শামসুল হক, রাজাকার মইনুদ্দিন, শান্তি কমিটির নেতা, সংলাপ ছাড়া চরিত্রে দেখা যাবে ১২ জন মুক্তিযোদ্ধাকে।

নাটকে আরও দেখা যাবে আজাদের মা ও রুমীর মায়ের চরিত্র।

এ বিভাগের আরো খবর