চলচ্চিত্রে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠান হয়ে গেল বুধবার দুপুরে। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে।
গণ্ডি সিনেমায় অভিনয়ের জন্য শিশু শিল্পী বিভাগে পুরস্কার ওঠে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মুগ্ধতা মোরশেদ ঋদ্ধির হাতে।
পুরস্কার প্রদান অনুষ্ঠান আঙিনায় নিজেকে দেখাচ্ছে ঋদ্ধি। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ঋদ্ধি। তবে তার মা রিফাত লোপার ভাষ্যে, ‘পুরস্কারটি কত বড় একটি বিষয় তা এখনও বুঝতে পারছে না ঋদ্ধি। পুরস্কারপ্রাপ্তির আনন্দ সে পাচ্ছে, কিন্তু এর গুরুত্ব বোঝার বয়স এখনও ঋদ্ধির হয়নি।’
মেয়ের এ অর্জনে মা-বাবার গর্বের শেষ নেই। নিউজবাংলাকে লোপা বলেন, ‘এটা অনেক গর্বের, অনুভূতিটা ভাষাহীন।’
দুপুরে পুরস্কার হাতে পেয়ে বাসায় ফিরে আনন্দে মাতার কথা ঋদ্ধি ও তার পরিবারের, কিন্তু তা হচ্ছে না। ঋদ্ধি ও তার মাকে ছুটতে হচ্ছে কাজে।
লোপা জানান, পুরস্কার পাওয়ার পর বাসায় তেমন কোনো আয়োজন নেই। কারণ জানিয়ে লোপা বলেন, ‘ইউনেস্কোর একটি ভিডিও প্রোডাকশনে ঋদ্ধির ভয়েস দিতে হবে, তাই কাজে যেতে হচ্ছে।’
মঞ্চে পুরস্কার গ্রহণ করছে ঋদ্ধি। ছবি: সংগৃহীত
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের কাইজার নামের ওয়েব সিরিজে অভিনয় করেছে ঋদ্ধি। লোপা জানান, আরও এক দিনের শুটিং বাকি আছে তার মেয়ের।
এর মধ্যে চতুর্থ শ্রেণির পরীক্ষায়ও বসতে হয়েছে ঋদ্ধির। তার ইচ্ছা বড় হয়ে বিজ্ঞানী হওয়ার। পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে চায় সে। তবে পরবর্তীতে কী হবে, তার সবই নির্ভর করছে ঋদ্ধির ইচ্ছার ওপর।