বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এর কারণ বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্য। যেন বিতর্কে থাকতেই ভালোবাসেন তিনি।
বিতর্কিত মন্তব্যের জেরে টুইটার কর্তৃপক্ষ কঙ্গনাকে ব্যানও করেছে, তবে আজ কোনো বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনাম হননি তিনি।
অভিনেত্রীর জন্য বিশেষ এক দিন আজ। জীবনের ৩৫তম বসন্তে পা রেখেছেন অভিনেত্রী।
এদিন আরেকবার ফিরে দেখা যাক তার আলোচিত বিতর্কিত মন্তব্যগুলো।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে গোটা বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। সুশান্তের মৃত্যুকে ‘মার্ডার’ হিসেবে ব্যাখ্যা করেছিলেন কন্ট্রোভার্সি কুইন।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সমর্থক হিসেবে পরিচিত কঙ্গনা দেশটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ভারতের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছিল। ১৯৪৭ সালে যেটা ছিল, সেটা ভিক্ষা।’
গত বছরের শেষের দিকে ভারতের কৃষি আইন ঘিরে শিখ ধর্মাবলম্বীদের ‘খালিস্তানি সন্ত্রাসবাদী’ বলায় কঙ্গনার নামে এফআইআরও হয়েছিল।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম
গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল বের হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইনস্টাগ্রামে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। মমতাকে রাবণের সঙ্গে তুলনা করে সরাসরি ‘রাক্ষসী’ অ্যাখ্যা দেন তিনি।
বেশ কয়েক বছর আগে নির্মাতা করণ জোহরের চ্যাট শোতেই তাকে ‘স্বজনপোষণের ঝাণ্ডাধারী’ বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এ ছাড়া বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে তো হরহামেশা তিনি বিতর্কিত মন্তব্য করেন।
গত বছরের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে বলিউডকে ‘বিষাক্ত’ আখ্যা দিয়ে কঙ্গনা বলেন, বলিউডের চেয়ে তামিল সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ভালো।
এর আগে বলিউডকে ‘বুলিউড’ ও ‘নোংরা নর্দমা’ বলেও আখ্যা দিয়েছিলেন কঙ্গনা।
বেশ আগে স্বরা ভাস্কর এবং তাপসী পান্নুকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলে অভিহিত করেছিলেন কঙ্গনা।
সম্প্রতি মুক্তি পাওয়া আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত সিনেমা গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। এতে তার অভিনয়ে মুগ্ধ দর্শকরা, কিন্তু মুক্তির আগেই সিনেমা ও আলিয়াকে নিয়ে কটাক্ষ করেন কঙ্গনা।
আলিয়াকে ‘রমকম বিম্বো’, ‘পাপা কি পরী’ বলে আক্রমণ করেন কঙ্গনা।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম
এ রকম নানা মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে এসেছেন কঙ্গনা। তার নামের সঙ্গে কন্ট্রোভার্সি বিষয়টি এমনভাবে জড়িয়ে গেছে যে, সম্প্রতি একটি ‘লকআপ’ নামে একটি রিয়েলিটি শোও শুরু বিতর্কিত ১৬ সেলিব্রেটিকে নিয়ে।
এই শো শুরুর আগে প্রমোতেও বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। নাম উচ্চারণ না করে হৃতিক রোশানের উদ্দেশে তিনি বলেন, ছয় আঙুলের লোকেরাও ভয়ে আছেন এখানে তাদের পর্দা ফাঁস করি কি না।