করোনাভাইরাস মহামারির কারণে ১৪ দিন পিছিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ।
মেলা শেষের আগের দিন বুধবার বিকেল থেকেই ছিল উপচে পড়া ভিড়। শুধু ভিড় নয়, ছিল বই কেনারও হিড়িক। বই বিক্রির ব্যস্ততা ছিল প্রায় প্রত্যেকটি স্টলে। এ দিন দর্শক-ক্রেতা-পাঠকদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।
মাঝে কিছুদিন একটু ঝিমিয়ে পড়লেও দু-একদিন আগ থেকে আবার ক্রেতা সমাগম বেড়েছে বলে জানালেন প্রকাশনা সংস্থাগুলো।
শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান বলেন, ‘মাঝে কয়েকদিন বেশ ঢিলেঢালা অবস্থা গেছে, লোকসমাগম-বেচাবিক্রি তেমন ছিল না, গত দু-একদিন থেকে আবার একটু বেড়েছে। শেষ বেলা বলেই লোকজন আসছেন, বই কিনছেন।’
প্রায় একই অভিজ্ঞতা ইত্যাদি প্রকাশনী স্বত্বাধিকারী আদিত্য অন্তরের। তিনি বলেন, ‘এবার বলা যায় শুরু থেকেই লোকসমাগম বেচা-বিক্রি ভালো ছিল। মাঝে কিছু সেটা অনেকটা কমে গিয়েছিল। মেলার শেষ বেলায় এসে আবার ভিড় বেড়েছে।’
সে সঙ্গে তিনি যোগ করেন, ‘গতকাল এবং আজও একটি বিষয় লক্ষ্য করলাম স্কুল কলেজ ড্রেস পরা গ্রুপ ধরে অনেক শিক্ষার্থীরা আসছেন। বইমেলার জন্য এটা আমাদের কাছে সুন্দর একটা দৃশ্য, যা গত দুই বছর চোখে পড়েনি।’
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের দিনে বইমেলা শুরু হবে বেলা ১১টায়।
এদিন নানা আয়োজন রেখেছে বাংলা একাডেমি। বিকেল ৩টায় অমর একুশের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান।
বিকেল ৪টায় ভাষাশহীদ মুক্তমঞ্চে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া বিকেল ৫টায় একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।