সাংবাদিক সবুজ ইউনুস পেশাগত জীবনের পাশাপাশি নিজেকে নানামুখী লেখালেখিতেও যুক্ত রেখেছেন। ‘১৯৭১: মার্চ এবং ডিসেম্বর’ বইটি তার অনবদ্য সংকলন গ্রন্থ।
বইটি মূলত ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ১ মার্চ থেকে ২৬ মার্চ এবং ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত প্রতিদিনের ঘটনার খণ্ড খণ্ড চিত্র।
একাত্তরের মার্চ মাসের ২৬ দিনের ঘটনাবলি বাংলার বাণীতে ছাপা হয় ‘অগ্নিঝরা মার্চ’ শিরোনামে। আর ‘চূড়ান্ত বিজয়ের পথে’ শিরোনামে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ দিনের ঘটনাবলি ছাপা হয়। বাংলার বাণীতে প্রকাশিত ধারাবাহিক এই লেখাগুলোই কমবেশি সংযোজন-বিয়োজন করে সংকলন এই বইটি।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মার্চ মাসের ইতিহাস বইয়ের প্রথম অংশে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কীভাবে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল, কীভাবে বিজয়গাথা রচিত হয়েছিল তা সাবলীল ও প্রাণবন্ত ভাষায় উঠে এসেছে। প্রতিদিনকার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে বইটিতে।
যেকোনো পাঠক বইটি পড়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ দুই মাস মার্চ এবং ডিসেম্বরের ঘটনাবলির চুম্বক অংশ জানতে পারবেন।
পাকিস্তান সরকারের ছলচাতুরি এবং পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ ইত্যাদি ঘটনাপ্রবাহ রয়েছে বইটিতে।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার আবালবৃদ্ধবনিতা কীভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় ফুটে উঠেছে । স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন ছিল তা বইটি পড়ে জানা যায়। বাংলাদেশের মুক্তিকামী জনতার সঙ্গে কোন কোন দেশ একাত্মতা প্রকাশ করেছিল তার প্রমাণও রয়েছে গ্রন্থটিতে ।
সবুজ ইউনুস ১৯৯২ সালে দৈনিক বাংলার বাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগ দেন। এরপর মুক্তকণ্ঠ, ভোরের কাগজ ও যুগান্তর পত্রিকায় দক্ষতা ও সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। দৈনিক সমকাল-এ প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে তিনি দৈনিক সমকালের সহযোগী সম্পাদক এবং অনলাইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘১৯৭১: মার্চ এবং ডিসেম্বর’ বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। অমর একুশে গ্রন্থমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের ২৪ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। ২৫% ছাড়ে কেনা যাবে ২০৫ টাকায়।
‘কবিতায় ভালবাসায় বঙ্গবন্ধু’ এবং ‘দেশের পাখি’ শিরোনামে আরও দুটি বই রয়েছে সাংবাদিক সবুজ ইউনুসের।