বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানসিক যন্ত্রণায় ভোগা ভক্তদের রাশ্মিকার বার্তা

  •    
  • ১৫ মার্চ, ২০২২ ২০:০৩

সাদা শাড়ি পরা হাসি মুখের দুটি ছবি পোস্ট করে রাশ্মিকা লেখেন, ‘আপনি আছেন বলেই এই পৃথিবীটা আজ এত সুন্দর। আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্যই আজ আমি এই জায়গায়, আপনারাই আমার খুশি থাকার কারণ। আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে কঠিন, বেদনাদায়ক বা অসহনীয় সময় কাটাচ্ছেন, তাদের বলছি আমি জানি এই অভিজ্ঞতা কেমন।’

বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রাশ্মিকা মান্দানা। ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে বলিউড অভিনেত্রী দীপিকা, প্রিয়াংকা, ক্যাটরিনার মতো বড় বড় তারকাকে পেছনে ফেলেছেন তিনি। গুগলে ‘ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া’ লিখে সার্চ করলেই দেখা যায় তার ছবি।

ভারতের এই ‘জাতীয় ক্রাশ’ যথাসম্ভব চেষ্টা করেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানান বিষয় শেয়ার করার পাশাপাশি তাদের সঙ্গে ভার্চুয়ালি আড্ডাও মারেন।

এবার সেইসব ভক্ত-অনুরাগীদের মধ্যে যারা মানসিক যন্ত্রণায় সময় কাটাচ্ছেন, তাদের উদ্দেশে ইনস্টাগ্রামে লিখলেন এক বিশেষ বার্তা।

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

সাদা শাড়ি পরা হাসি মুখের দুটি ছবি পোস্ট করে রাশ্মিকা লেখেন, ‘আপনি আছেন বলেই এই পৃথিবীটা আজ এত সুন্দর। আপনারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্যই আজ আমি এই জায়গায়, আপনারাই আমার খুশি থাকার কারণ। আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে কঠিন, বেদনাদায়ক বা অসহনীয় সময় কাটাচ্ছেন, তাদের বলছি আমি জানি এই অভিজ্ঞতা কেমন। খুব ভালো মতো বুঝতে পারি আপনাদের মনের অবস্থাটা।

তাই আমি আমার ভালোবাসা ও শক্তি পাঠাচ্ছি, যাতে অল্প অল্প করে হলেও এই দুঃখের পথ পেরিয়ে আসতে পারেন। আর নিজেকে বলতে থাকুন এই খারাপ সময় কেটে যাবে। সবার প্রতি ভালোবাসা রইল।’

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ছবি: সংগৃহীত

পুষ্পার সাফল্যের পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন রাশ্মিকা। এখন মিশন মজনু নামের একটি সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। শুটিংও শুরু হয়েছে সিনেমাটির।

এই সিনেমায় বলিউডের হালের ক্রেজ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করছেন রাশ্মিকা।

এ বিভাগের আরো খবর