বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রিয়তির সমন্বয়ে ‘টপ মডেল’ এবার বাংলাদেশে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মার্চ, ২০২২ ২০:৪৬

১৮-২৯ বছয় বয়সী চূড়ান্ত বিজয়ী কোনো নারী বা পুরুষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লন্ডনের টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইড এ। এটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।

মিস আয়ারল্যান্ড ২০১৪, মিস আর্থ ২০১৬ হিসেবে অনেকের কাছেই পরিচিত মাকসুদা আক্তার প্রিয়তি। ২০২১ এ তিনি মাথায় তুলেছেন টপ মডেল ইউকের মুকুট।

তার সমন্বয়ে এবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে টপ মডেল বাংলাদেশ প্রতিযোগিতা। প্রিয়তি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিও বার্তায় জানান, বাংলাদেশে প্রতিযোগিতাটি পরিচালনা করার জন্য তিনি লাইসেন্স পেয়েছেন।

এরইমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। আগ্রহী নারী-পুরুষ https://www.topmodelbangladesh.com/ সাইটে গিয়ে ২৫০০ টাকা ফি দেয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

২০০৭ সাল থেকে শুরু হলেও শীর্ষস্থানীয় এ মডেল ও ফ্যাশন ইভেন্টটি প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ।

৫টি বিভাগে বিজয়ী করা হবে প্রতিযোগিদের। বিভাগগুলো হলো পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নরী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯), নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)।

১৮-২৯ বছয় বয়সী চূড়ান্ত বিজয়ী কোনো নারী বা পুরুষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লন্ডনের টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইড এ। এটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।

এ বিভাগের আরো খবর