ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রীদের মধ্য অন্যতম সামান্থা রুথ প্রভু। ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন তিনি। এই সময়ে অনেক ব্যবসা সফল সিনেমা জমা হয়েছে তার ঝুলিতে।
বিয়ে বিচ্ছেদ নিয়ে ব্যক্তি জীবনে টালমাটাল সময় কাটালেও ফ্যামিলি ম্যান টু খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি আবারও আলোচনার এসেছেন পুষ্পা সিনেমার এক আইটেম গান দিয়ে।
গত বছর মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান টু এর রাজি চরিত্রে অভিনয় করে সমালোচক থেকে দর্শকদের তাক লাগিয়েছেন সামান্থা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সামান্থা।
পারিশ্রমিকের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা। আগে প্রতি সিনেমার ৪ থেকে সাড়ে ৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিতেন এই অভিনেত্রী।
দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী নয়নতারা। ছবি: সংগৃহীত/কোলাজ নিউজবাংলা
তবে ২০২১ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা নেত্রিকান-এর জন্য নাকি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন নয়নতারা। এই সিনেমাটি মুক্তির আগেই ২০ কোটি রুপির ব্যবসা করেছিল।
এদিকে একের পর এক সাফল্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সামান্থা। এখন প্রতি সিনেমার জন্য তিন থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী। প্রযোজনা সংস্থাসহ আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন।
দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত/কোলাজ নিউজবাংলা
গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত তুমুল জনপ্রিয় সিনেমা পুষ্পা: দ্য রাইজ। এই সিনেমার একটি আইটেম গানে ঝড় তুলেছিলেন সামান্থা।
শোনা গিয়েছিল, এই গানটির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেত্রী। তবে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন মিনিট ৪৮ সেকেন্ডের এই গানটিতে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক দেয়া হয়েছে সামান্থাকে।