বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শপথ নিলেন জায়েদসহ চারজন

  •    
  • ৪ মার্চ, ২০২২ ১৭:২৫

শপথ নেয়ার আগে জায়েদ খান সাংবাদিকদের সামনে কোর্টের কাগজ দেখান এবং বলেন, ‘কোর্ট আমাকে বৈধ সাধারণ সম্পাদক ঘোষণা করেছে। সেই কাগজ দেখানোর পর সভাপতি আমাকে শপথ পড়াতে রাজি হয়েছেন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন জায়েদ খান। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জায়েদ খানকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

জায়েদ খানের সঙ্গে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত আরও চারজন শপথ নিয়েছেন। তারা হলেন সহসভাপতি ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস। এদেরও শপথবাক্য পাঠ করান সভাপতি।

শপথ পড়ানোর আগে সভাপতি ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘গতকালই (বৃহস্পতিবার) জায়েদ খানের সঙ্গে আমার দেখা হয়েছে এবং কথাও হয়েছে। জায়েদ আমাকে ওর ল’ফার্মের একটা আদেশনামা দেখিয়েছিল। আমি তাকে বলেছিলাম এই ল’ফার্মের কাগজ দেখিয়ে হবে না। আমাকে কোর্টের সার্টিফাইড কপি দেখাতে হবে।

‘আজ (শুক্রবার) জায়েদ আমাকে সার্টিফাইড কপি দেখিয়েছে তার জন্য আমি তাকে শপথ পড়াচ্ছি। আর অন্যরা যারা আছেন তারা এতদিন শপথ নেননি, তাই আজ নিচ্ছেন।’

শুক্রবার সমিতির প্রথম কার্যনির্বাহী সভায় বসেছেন নির্বাচিতরা। এটি সভাপতির একক দায়িত্বে আয়োজন করা হয়েছে বলে জানান ইলিয়াস কাঞ্চন।

শপথ নেয়ার আগে জায়েদ খান সাংবাদিকদের সামনে কোর্টের কাগজ দেখান এবং বলেন, ‘কোর্ট আমাকে বৈধ সাধারণ সম্পাদক ঘোষণা করেছে। সেই কাগজ দেখানোর পর সভাপতি আমাকে শপথ পড়াতে রাজি হয়েছেন।’

জায়েদ খান জানান, মৌসুমী আমেরিকা, রোজিনা গোয়ালন্দ এবং আলীরাজ সিরাজগঞ্জে অবস্থান করছেন এবং সভাপতি সেটি জানেন। তাই তারা আজ শপথ নিতে পারছেন না। আর রুবেল তখনও শপথ আয়োজনে উপস্থিত হতে পারেননি।

শপথের পর চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের প্রথম মিটিংয়ে অংশ নেবেন বলে জানান জায়েদ।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে প্রথমে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন। পরে অভিযোগের ভিত্তিতে জায়েদের পদ বাতিল হয় এবং নিপুণ হন সাধারণ সম্পাদক।

পরে ঘটনাটি হাইকোর্টে গড়ায়। সেখানে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করলে নিপুণ আপিল করেন এবং সাধারণ সম্পাদক পদটিতে স্ট্যাটাসকো বা স্থিতাদেশ দেয়া হয়।

একাধিকবার শুনানির পর বৃহস্পতিবার জায়েদকে আবারও বৈধ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন নিপুণ।

এ বিভাগের আরো খবর