শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত সিনেমা গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। এতে তার অভিনয়ে মুগ্ধ দর্শকরা, কিন্তু মুক্তির আগেই সিনেমাটি ও আলিয়াকে নিয়ে কটাক্ষ করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত।
আলিয়াকে ‘রমকম বিম্বো’, ‘পাপা কি পরী’র বলে আক্রমণ করেন কঙ্গনা। তবে এসব নেতিবাচক কথায় কোনো ক্ষোভ নেই আলিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের ‘অউর বাতাও’ নামে এক অনুষ্ঠানে আলিয়া জানান, গঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে তার চরিত্রটি এতটাই শক্তিশালী যে সেটার মান্যতা অন্য কারো থেকে পাওয়ার দরকার নেই। তার কথায়, ‘আমার মনে কোনো নেতিবাচকতা নেই, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই।’
আলিয়া বলেন, ‘আমি এমন একজন মানুষ যে জীবনে অনেক সময় ব্যয় করে ভিন্ন ভিন্ন রকমের এনার্জির সঙ্গে নিজেকে একাত্ম করেছি। আমার দিন যতই খারাপ যাক, যখন আমি কারো সঙ্গে দেখা করি আমি চেষ্টা করি হাসিখুশি থাকার, পজিটিভ থাকার।
‘কারণ আমার মনে হয় একটাই জীবন, সেটা আলোয় ভরিয়ে তোলা উচিত। যদি নেতিবাচকতা থাকে, কেউ ট্রোল করে অথবা আমাকে নিয়ে খারাপ কথা বলে- সেটা কিন্তু আমার কাছে পৌঁছায় না।’
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার দৃশ্যে আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
এতে যৌনপল্লি কামাথিপুরার যৌনকর্মী ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। ৫০০ রুপির বিনিময়ে স্বামীর হাতে যৌনপল্লিতে বিক্রি হওয়া সেই গাঙ্গুবাই একসময় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দোর্দণ্ড প্রতাপ নেত্রী হিসেবে।
নির্মাতা সঞ্জয় লীলা বানসালির আলোচিত এই সিনেমায় আলিয়াকে দেখা যায় যৌনকর্মীর চরিত্রে। যে একসময় নিজেকে প্রতিষ্ঠিত করেন দোর্দণ্ড প্রতাপ নেত্রী হিসেবে।
সরাসরি আলিয়ার নাম করে গত সপ্তাহে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্ট করেন কঙ্গনা।
সেই পোস্টে আলিয়াকে ‘রমকম বিম্বো’, ‘পাপা কি পরী’র বলে কটাক্ষ করে কঙ্গনা লেখেন, ‘একজন মুভি মাফিয়া বাবার ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শ কোটি টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।
‘এদের চাপে পড়ে বহু পরিচালক ও স্টারদের ভুল কাস্ট সিলেক্ট করতে হয়েছে। এবারও ঠিক তেমনটাই হল। আগামী শুক্রবার সিনেমাটির মুক্তির পর এমনই ছবি উঠে আসবে, যেখানে এক ক্রিয়েটিভ পরিচালক ও একজন বড় অভিনেতাকে কীভাবে এই পরিস্থিতির শিকার হতে হল, দেখা যাবে।’
মূলত আলিয়াকে প্রকাশ্যে নিজের মেয়ে বলে দাবি করে থাকেন বলিউড নির্মাতা করণ জোহর। তার হাত ধরেই আলিয়ার বলিউডে অভিষেক। নাম উল্লেখ না করেই ‘মুভি মাফিয়া’ হিসাবে করণকে, পাশাপাশি ‘ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরী’ হিসাবে আলিয়াকে আক্রমণ করেন কঙ্গনা।