বিয়ে করলেন বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক-গায়ক ফারহান আখতার। কনে শিবানী ডান্ডেকর। তিনিও গায়িকা, উপস্থাপিকা। শনিবার সকাল থেকে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ভিড় জমে জাভেদ আখতারের খামারবাড়িতে।
দুদিন আগে থেকেই আখতার-ডান্ডেকর পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধব মেতে ছিলেন গায়েহলুদ, মেহেদি অনুষ্ঠানে। এবার পালা সংসার পাতার।
শনিবার দুপুরে কমসংখ্যক অতিথি নিয়ে বিয়ে হয় তাদের। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়, কাছের মানুষদের সামনে একে অন্যের কাছে শপথবাক্য পাঠ করে বিয়ে করেন ফারহান-শিবানী।
বর-কনের প্রথম ছবি প্রকাশ পেয়ে গেছে নেটমাধ্যমে। লাল রঙের গাউনে সেজেছেন শিবানী। কালো স্যুট-প্যান্টে পাশে দাঁড়িয়ে ফারহান। সেখানে তারা একে অন্যের কাছে শপথ করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খাণ্ডালার পাহাড়ি এলাকায় জাভেদের খামারবাড়ি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বিয়ে দেখেছেন অতিথিরা। খামারবাড়ির পাশে সরকারি বাংলোয় উঠেছেন কয়েকজন অতিথি। কনেযাত্রী আরেকটু দূরে একটি গেস্ট হাউসে থাকছে।