বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্মীয় রীতিতে নয়, শপথে ফারহান-শিবানীর বিয়ে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩২

ভারতীয় সংবাদ সংস্থাকে দেয়া বক্তব্যে ফারহানের বন্ধু বলেন, ‘ওরা খুব সাধারণভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে-অপরের কাছে শপথ নিয়ে বিয়ে করবে ওরা।’

রাত পোহালেই ১৯ ফেব্রুয়ারি, শুভদিন। শনিবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের মাল্টি ট্যালেন্টেড ফারহান আখতার। কনে শিবানী ডান্ডেকর।

শোনা গিয়েছিল, শিবানী মহারাষ্ট্রের হওয়ায় সেখানকার রীতিতে বিয়ে করবেন তারা। এও শোনা গিয়েছিল যে, মুসলিম রীতিতে হতে পারে বিয়ে।

বর-কনের এক বন্ধুর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্পূর্ণ অন্যভাবে বিয়ের কথা ভেবেছেন ফারহান-শিবানী।

ভারতীয় সংবাদ সংস্থাকে দেয়া বক্তব্যে সেই বন্ধু বলেন, ‘ওরা খুব সাধারণভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে-অপরের কাছে শপথ নিয়ে বিয়ে করবে ওরা।’

করোনার কারণে ৫০ জন অতিথিকে নিয়ে হতে যাচ্ছে অনুষ্ঠান। পরিবারের সদস্যরা ছাড়া থাকবেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। অতিথিদের আপ্যায়নে কমতি রাখছেন না ফারহান-শিবানী। অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিলাসবহুল বাংলোয়। সেখানে আছে সুইমিং পুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

বিয়ের দিন সকলকে সাদা বা প্যাস্টেলের মতো হালকা রঙের পোশাক পরতে অনুরোধ করেছেন বর-কনে। নিজেরাও সাজবেন সাধারণভাবে।

এ বিভাগের আরো খবর