বলিউডে বিতর্কের রানি হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সহকর্মী তারকাদেরও ছেড়ে কথা বলেন না তিনি।
নির্মাতা করণ জোহরের চ্যাট শোতেই তাকে স্বজনপোষণের ঝান্ডাধারী বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় করণকে দায়ী করতেও পিছপা হননি কঙ্গনা।
প্রয়াত অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করার অভিযোগ তুলেছিলেন করণের বিরুদ্ধে। তা নিয়ে জলঘোলাও কম হয়নি।
বিপরীতে কঙ্গনা সম্পর্কে কখনো কটাক্ষ করতে দেখা যায়নি করণকে, কিন্তু কঙ্গনা তার ক্ষুরধার মুখ বন্ধ করেননি। এবার করণ জোহরকে তিনি জেলে ঢোকাতে চাইছেন। তাও আবার প্রকাশ্যেই এ ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী।
যদিও করণকে বাস্তবে জেলে পুরবেন না অভিনেত্রী। ওটিটির পর্দায় এই কাণ্ড ঘটাতে চেয়েছেন তিনি।
সম্প্রতি নিজের রিয়্যালিটি শো ‘লকআপ’-এর ট্রেলার রিলিজ করেন কঙ্গনা। এ শোর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে অভিনেত্রীর। তাও আবার টেলিভিশন কুইন ও নির্মাতা একতা কাপুরের হাত ধরে।
সেই টিজারেই শোর ধরন বুঝিয়ে দেন কঙ্গনা। বলিউডের বাছাই করা ১৬ জন বিতর্কিত সেলিব্রেটি বন্দি থাকবেন জেলে। জেলারের ভূমিকায় কঙ্গনা।
তার আঙুলের ইশারায় চলতে হবে প্রতিযোগীদের, যা কঙ্গনার ভাষায়, ‘মাই জেল মাই রোলস।’ সেই জেলেই করণকে ঢোকাতে চেয়েছেন অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কঙ্গনা বলেন, ‘‘আমি আমার ‘প্রিয় বন্ধু’ করণ জোহরকে জেলে পুরতে চাই। ওখানেই ওর আপ্যায়ন করব। করণের পাশাপাশি একতা কাপুরকেও জেলে রাখব।’’
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
শোর টিজারে কঙ্গনাকে বলতে শোনা যায়, ‘পৃথিবীতে দুই ধরনের লোক রয়েছে। প্রথমত, যারা আমাকে পছন্দ করেন। আর দ্বিতীয়ত, বি-গ্রেড স্ট্রাগলার, যারা আমার নিন্দা করে সংবাদে থাকেন।
‘আর সেসব নিন্দুক আমার আওয়াজ দাবিয়ে রাখতে এফআইআর করে, নেপোটিজমের ফর্মুলা লাগিয়ে আমার জীবনকে ২৪ ঘণ্টার রিয়্যালিটি শো বানিয়ে রেখেছে, কিন্তু এবার আমার পালা।’
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এমএক্স প্লেয়ার ও অল্ট বালাজিতে দেখা যাবে কঙ্গনা রানাউতের উপস্থাপনায় ‘লকআপ’।