গণতান্ত্রিক উপায়ে গঠনতন্ত্র মেনে চলচ্চিত্র শিল্পী সমিতি পরিচালিত হবে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন সমিতির নব নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। নিয়ম না মানলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
এফডিসিতে বুধবার সন্ধ্যায় ইলিয়াস কাঞ্চন শপথ পড়ান মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে বিজয়ী অঞ্জনাকে।
শপথ পড়ানো শেষে ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘গঠনতন্ত্র যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করব।’
অঞ্জনা ছাড়া মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী প্রার্থীদের কেউই এখনও শপথ নেননি। এ বিষয়ে কাঞ্চন বলেন, ‘যারা এখনও শপথ নেননি, আমি আশা করব তারা শপথ নিতে আসবেন।’
এখনও কোনো কার্যনির্বাহী কমিটির সভা হয়নি উল্লেখ করে কাঞ্চন বলেন, ‘আমরা এখনও কার্যনির্বাহী পরিষদের কোনো সভা করিনি, আশা করছি সাত দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের কাছে সভায় উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া হবে। কেউ যদি সমিতিকে না জানিয়ে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকে তাহলে আপনাআপনি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।’
অনেকের পদত্যাগের কথা শোনা গেলেও এখন পর্যন্ত রোজিনার পদত্যাগের চিঠি পাওয়া গেছে বলে জানান কাঞ্চন। বলেন, ‘মাত্র একজন কার্যনির্বাহী সদস্যের পদত্যাগের চিঠি এসেছে। সেটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় হয়নি, কারণ আমরা কোনো সভা এখনও করিনি। সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে।’
কেউ পদত্যাগ করলে তার স্থানে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কেউ আসবে বলে জানান কাঞ্চন। শিল্পী সমিতিতে সভাপতি সর্বময় ক্ষমতার অধিকারী হলেও কাঞ্চন বিশ্বাস করেন গণতন্ত্রে। সবার মতামত নিয়েই সমিতি পরিচালনা করার আশ্বাস দেন তিনি।