বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাসনুভাকে নিয়ে গর্বিত আমেরিকান দূতাবাস

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:০০

দূতাবাসের অভিনন্দনবার্তায় লেখা হয়েছে, ‘প্রথম বাংলাদেশি ট্রান্সজেন্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্যাদাপূর্ণ প্লিৎজ নিউ ইয়র্ক সিটি ফ্যাশন উইকে র‍্যাম্পে হেঁটেছেন তাসনুভা আনান শিশির। বাংলাদেশি ট্রান্সজেন্ডার হিসেবে টেলিভিশনে সংবাদ পাঠের মধ্য দিয়ে এরই মধ্যে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।’

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে ‘প্লিৎজ নিউ ইয়র্ক সিটি ফ্যাশন উইক’-এর র‍্যাম্পে অংশ নিয়েছেন তাসনুভা আনান শিশির। এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় আমেরিকান দূতাবাস। তাকে নিয়ে গর্বও প্রকাশ করেছে দূতাবাস।

ঢাকায় আমেরিকান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে অভিনন্দনবার্তা। এতে লেখা হয়, ‘প্রথম বাংলাদেশি ট্রান্সজেন্ডার হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্যাদাপূর্ণ প্লিৎজ নিউ ইয়র্ক সিটি ফ্যাশন উইকে র‍্যাম্পে হেঁটেছেন তাসনুভা আনান শিশির। বাংলাদেশি ট্রান্সজেন্ডার হিসেবে টেলিভিশনে সংবাদ পাঠের মধ্য দিয়ে এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।

‘তাসনুভা এলজিবিটিকিউআই অধিকারকর্মী ও পারফরম্যান্স শিল্পে আগ্রহী, সক্রিয়ভাবে বাংলাদেশে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য সমান অধিকার এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেন। তাসনুভার মতন যারা সামাজিক দ্বিধা ভেঙে একটি উদাহরণ সৃষ্টি করেন, তাদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আমেরিকান দূতাবাস।’

প্লিৎজ নিউ ইয়র্ক ফ্যাশন উইক প্রতি বছরের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। সংবাদ উপস্থাপনার জন্য তাসনুভা সম্প্রতি শোটাইম মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। এ পুরস্কার গ্রহণের জন্য তিনি ২ ডিসেম্বর নিউ ইয়র্কে যান। ৪ ডিসেম্বর তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

এর আগে প্লিৎজ নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হেঁটেছেন বাংলাদেশি মডেল মোনালিসা ও পিয়া।

এ বিভাগের আরো খবর