বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুবাইয়াতের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বার্লিনালে

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৩৫

ভ্যারাইটি বলছে সিনেমাটির বাজেট ৮ লাখ ছিয়াত্তর হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশী টাকায় সাড়ে ৭ কোটি টাকারও বেশি। বাজেটের এক-তৃতীয়াংশ বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে।

দেশের প্রশংসিত নারী পরিচালক রুবাইয়াত হোসেন। তিনি তার শক্তিশালী নারী কেন্দ্রিক চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার নতুন একটি সিনেমার প্রজেক্ট অংশ নিয়েছে বার্লিনেল কো-প্রোডাকশন মার্কেটে।

সিনেমা বা প্রজেক্টটির নাম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। যার প্রধান চরিত্রের নাম নভেরা। বিষয়গুলো নিশ্চিত করেছে আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি।

প্রজেক্টটি সম্পর্কে ধারণা দিতে ভ্যারাইটিতে বলা হয়েছে, নভেরা বর্তমান ঢাকার একজন কনে, যিনি তার হবু বরের সঙ্গে প্রেম করছেন এবং রূপকথার মতো একটি বিয়ের আয়োজনের স্বপ্ন দেখছেন।

একইসঙ্গে নভেরা গোপনে তার শরীরের সঙ্গে লড়াই করছেন। বিয়ের আচার-অনুষ্ঠানে সমস্যাটি আরও বেড়ে যায় বা সমস্যাটি নিয়ে বিয়ের আচার-অনুষ্ঠান করা সম্ভব না।

নভেরা নিয়মিত বিউটি সেলুনে যায় এবং তার শরীরকে ‘নিরাময়’ করতে ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন।

মানসিক চাপ, উদ্বেগ এবং মানসিক যন্ত্রণা যখন তার মধ্যে শিকড় গজাতে থাকে তখন সে লম্বা চুলের এক রহস্যময় নারীকে তার কল্পনায় দেখতে শুরু করে।

রুবাইয়াতের গল্প ও পরিচালনায় খনা টকিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আদনান ইমতিয়াজ আহমেদ।

ভ্যারাইটি বলছে সিনেমাটির বাজেট ৮ লাখ ছিয়াত্তর হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশী টাকায় সাড়ে ৭ কোটি টাকারও বেশি। বাজেটের এক-তৃতীয়াংশ বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন প্রকল্পটি বার্লিনালে থাকতেই প্রযোজক, বিক্রয় এজেন্ট, কারিগরি ক্রু, ইউরোপীয় পোস্ট-প্রোডাকশন প্যাকেজের সুবিধাগুলো পাবে।

একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘সুলতানার স্বপ্ন’ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতা এবং গল্পকারদের পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন, প্রচার এবং নানা রকম সাহায্য করার জন্য অনুদান দেয়া হবে।

দক্ষিণ এশিয়ার নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার একটি উপন্যাসের নাম ‘সুলতানার স্বপ্ন’। সেখান থেকেই প্রকল্পটির নাম নেয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেয়া হবে।

এ বিভাগের আরো খবর