বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৬ বিতর্কিত তারকাকে জেলে পুরবেন কঙ্গনা?

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৩৫

কঙ্গনাকে বলতে শোনা গেল, ‘পৃথিবীতে দুই ধরনের লোক রয়েছে। এক, যারা আমাকে পছন্দ করেন। আর দ্বিতীয়ত, বি-গ্রেড স্ট্রাগলাররা, যারা আমার নিন্দা করে সংবাদে থাকেন। আর সেসব নিন্দুক যারা আমার আওয়াজ দাবিয়ে রাখতে, এফআইআর করে আমার জীবনকে ২৪ ঘণ্টার রিয়্যালিটি শো বানিয়ে রেখেছে, কিন্তু এবার আমার পালা।’

বলিউডের স্বজনপ্রীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ‘কন্ট্রোভার্সি কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি করণ জোহরের শোতে তাকেই স্বজনপ্রীতির ঝাণ্ডাধারীর আখ্যা দিয়েছিলেন।

বলিউডের সিংহভাগ তারকাই এই কন্ট্রোভার্সি কুইনের থেকে সাধারণত গা বাঁচিয়ে চলতে পছন্দ করেন। বিতর্কিত মন্তব্যের জেরে একাধিকবার সমালোচনাতেও জড়িয়েছেন কঙ্গনা।

তবে এবার বলিউডে স্বজনপ্রীতির জবাব দেবেন অভিনেত্রী। তার বিরুদ্ধে কটূক্তিকারীদের পুরবেন জেলে। এমনটাই জানালেন কঙ্গনা।

বাস্তবে এমনটা না হলেও ওটিটির তাই হবে পর্দায়। যেখানেই কঙ্গনার কথাই শেষ কথা। তিনিই সর্বেসর্বা। এবার ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন কঙ্গনা রানাউত।

আর শোয়ের নেপথ্যে প্রযোজক একতা কাপুর। অবশ্য আগেভাগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন রিয়্যালিটি শো নিয়ে আসতে চলেছেন তিনি। তখনই এই শোয়ের উপস্থাপক হিসেবে কঙ্গনার নাম শোনা গিয়েছিল। তবে সম্প্রতি অফিশিয়াল ঘোষণা করা হলো। শুক্রবার প্রকাশ্যে এসেছে সেই রিয়্যালিটি শো ‘লক আপ’-এর টিজার।

সেই টিজারেই শোয়ের ধরন বুঝিয়ে দিলেন কঙ্গনা। বলিউডের বাছাই করা ১৬ জন বিতর্কিত সেলিব্রেটি বন্দি থাকবেন জেলে আর জেলারের ভূমিকায় কঙ্গনা। তার অঙ্গুলের ইশারায় চলতে হবে প্রতিযোগীদের। যা কঙ্গনার ভাষায়, ‘মাই জেল মাই রোলস।’

টিজারে কঙ্গনাকে বলতে শোনা গেল, ‘পৃথিবীতে দুই ধরনের লোক রয়েছে। এক, যারা আমাকে পছন্দ করেন। আর দ্বিতীয়ত, বি-গ্রেড স্ট্রাগলাররা, যারা আমার নিন্দা করে সংবাদে থাকেন। আর সেব নিন্দুক আমার আওয়াজ দাবিয়ে রাখতে এফআইআর করে, নেপোটিজমের ফর্মুলা লাগিয়ে আমার জীবনকে ২৪ ঘণ্টার রিয়্যালিটি শো বানিয়ে রেখেছে, কিন্তু এবার আমার পালা।’

চলতি মাসের ২৭ তারিখ থেকে এমএক্স প্লেয়ার এবং অল্ট বালাজিতে দেখা যাবে কঙ্গনা রানাউত উপস্থাপনায় ‘লক আপ’।

এ বিভাগের আরো খবর