অস্কারের ৯৪তম আসরের মনোনয়ন ঘোষণার পর অনেকেই সমীকরণ মেলাচ্ছেন। মনোনয়নের তালিকা দেখে অনেকে খুশি অনেকে আবার ক্ষোভ ঝাড়ছেন ফেসবুকে।
তবে একটি মনোনয়ন নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। বিশেষ করে উপমহাদেশের সিনেমাবোদ্ধারা। সিনেমাটির নাম রাইটিং উইথ ফায়ার। এটি মূলত একটি ভারতীয় তথ্যচিত্র।
ভারতের কোনো তথ্যচিত্র প্রথমবারের মতো অস্কারের সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে। আর তথ্যচিত্রের বিষয়বস্তুও মুগ্ধ করেছে সবাইকে।
রাইটিং উইথ ফায়ার তথ্যচিত্রটি ২০২১ সালে নির্মিত। এর পরিচালক সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস। এদের মধ্যে সুস্মিত ঘোষ কলকাতার আর রিন্টু দিল্লির।
তথ্যচিত্রটি নির্মাণের পর থেকেই ঘুরছে বিভিন্ন উৎসবে। আইএমডিবি বলছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ২৩টি পুরস্কার জিতেছে রাইটিং উইথ ফায়ার।
কী আছে তথ্যচিত্রটিতে? এ প্রশ্ন এখন সবার। ইউটিউবে রয়েছে এর ট্রেইলার। সেটি দেখেও অনেক কিছু ধারণা করা যায়। এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যম সিনেমাটি নিয়ে লিখেছে।
তথ্যচিত্রটির কাহিনি এগিয়েছে এক দলিত নারী সাংবাদিককে নিয়ে। ‘খবর লহরিয়া’ নামের একটি সংবাদপত্রে কাজ করেন তিনি। প্রত্যন্ত অঞ্চল থেকে তাকে সংবাদ সংগ্রহ করতে হয়।
ট্রেইলারে দেখা যায়, ওই নারী সাংবাদিক স্মার্ট ফোন ব্যবহার করা জানতেন না। অথচ তিনি এখন খবর লহরিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। তার সংগ্রহ করা সংবাদে উঠে আসে প্রান্তিক মানুষের বঞ্চনা ও শোষণের খবর।