বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেস্টিভ্যালে নুহাশের ‘মশারী’

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:১৪

নুহাশ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মশারী একটি ভৌতিক ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এটি দুই বোনের গল্প; যারা টিকে থাকার চেষ্টা করে শেষ পর্যন্ত। তারা কি একে অপরকে বাঁচিয়ে রাখতে পারে?’

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন পরিচালিত নতুন একটি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফেস্টিভ্যালে। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম মশারী। সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে।

উৎসবের ওয়েব সাইট এবং নির্মাতা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে কথা বলতে চাইলে নুহাশকে ফোন করলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

মশারী সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে নুহাশের ভাগ্নি নাইরা অনোরা সাইফ এর। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং ময়েদ ভুইঞা।

এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে ১১ মার্চ, চলবে ২০ মার্চ পর্যন্ত। এটি অনুষ্ঠিত হবে আমেরিকান, টেক্সাসে। উৎসবে ১৩, ১৪ ও ১৭ মার্চ প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা মশারী।

নুহাশ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মশারী একটি ভৌতিক ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এটি দুই বোনের গল্প; যারা টিকে থাকার চেষ্টা করে শেষ পর্যন্ত। তারা কি একে অপরকে বাঁচিয়ে রাখতে পারে?’

উৎসবের ওয়েব সাইটে মশারী সম্পর্কে লেখা হয়েছে, ‘একসময় পৃথীবি রক্তপিপাসু মশা দিয়ে ভরে যায়। শেষ মানুষ হিসেবে দুইজন নারী বাংলাদেশে বেঁচে থাকে এবং তারা মশারীর নিচে রাত পার করতে থাকে। দুই বোন, অপু এবং আয়রাকে বেঁচে থাকতে হয় অদ্ভুত পৃথিবীতে। তাদের টানাপোড়েনের সম্পর্ক মশারীর বাইরের মতোই হয়ে ওঠে।

‘এক রাতে, আয়রা মোশারী ঠিক করতে বাইরে বের হয়, অপুকেও উঠতে হয় সেসময়। তখন তারা একসঙ্গে ভূতের মুখোমুখি হয়।’

এ বিভাগের আরো খবর