সিনেমা জগতে কত গল্পই না থাকে। পরিচালকের গল্প, প্রযোজকের গল্প, অভিনয়শিল্পীদের গল্প। এদের মধ্যে নায়িকার সঙ্গে ঘটে যাওয়া গল্প নিয়ে দর্শকদের থাকে বাড়তি উত্তেজনা। এ নিয়ে অনেক সিনেমা নির্মাণের ঘটনাও আছে।
দেশে এবার নির্মিত হচ্ছে তেমন একটি সিনেমা। নাম ময়ূরাক্ষী। সিনেমা জগৎ, নায়িকার সঙ্গে প্রযোজক বা পরিচালকের প্রেম এবং ভালোবাসা-প্রতারণার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।
সিনেমার পর্দায় নায়িকার সঙ্গে প্রযোজক, পরিচালক, নায়কের প্রেম-বিচ্ছেদ, ভালোবাসা ও প্রতারণার নানা গল্প দেখা গেলেও বাস্তব জীবনে দেশের সিনেমা জগতের নায়িকাদের কাছ থেকে প্রতারণার অভিযোগ পাওয়া যায় না।
কিছুদিন আগে হ্যাশট্যাগ মি টু নিয়ে সোচ্চার হয়েছিলেন বিভিন্ন দেশের নারীরা। দেশের সিনেমার অভিনেত্রীদের সে সময়ও মুখ খুলতে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল চিত্রনায়িকা ববির কাছে। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা হতে পারে, শুধু যে ফিল্মে হয় তা না। এটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অনেক জায়গায় হতে পারে। আমি স্পেসিফিক করতে পারব না।’
‘মি টু হয় না মানে আমরা খুব কষ্ট সহ্য করতে পারি। অনেকে আবার এসব ক্ষেত্রে মেয়েদের ভুল ধরতে থাকে। মেয়েটা কেন করতে গেল, প্রফেশন নিয়ে প্রশ্ন, এত রাত করে কেন গেল, এসব কথা আমাকে খুব ব্যথিত করে।’
নিজের পরিবার ও প্রফেশন নিয়ে ববি বলেন, ‘আমি রক্ষণশীল ফ্যামিলি থেকে এসেছি। আমার মা স্টিল পছন্দ করেন না আমি একজন চিত্রনায়িকা। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, অপ্রীতিকর ঘটনা ঘটলে খুব সহজেই বলে ফেলা যাবে, আমাদের এখানে সিচুয়েশনটা এ রকম না।’
নিজের সঙ্গে কখনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ববি রহস্য রেখে বলেন, ‘আমার সঙ্গে এ রকম কিছু হয় নাই। তবে আমার যদি কখনও, আরও পরে, কোনো লাইফ স্টোরি করি তখন অবশ্যই কিছু জানবেন।’
ময়ূরাক্ষী সিনেমার শুটিং শুরু হয়েছে মঙ্গলবার। এফডিসিতে হয় প্রথম দিনের শুটিং। ঢাকার বাইরে হবে অধিকাংশ অংশের শুটিং।