ঢাকাই সিনেমার আলোচিত নায়ক আরিফিন শুভর জন্মদিন বুধবার। জন্মদিন উপলক্ষে আরিফিন শুভর নতুন সিনেমা নূর-এর নতুন একটি ছবি শেয়ার করা হয়েছে।
এর আগে আরিফিন শুভর লুক নিয়ে করা পোস্টার প্রকাশ পায় ফেসবুকে। এবার আরিফিন শুভর সঙ্গে পোস্টারে রয়েছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।
ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফি। ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আরিফিন শুভ, জন্মদিনের উপহার।’
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আরিফিন শুভ। ছবি পোস্ট করে, নানা রকম শুভেচ্ছা বার্তা লিখে নায়ককে শুভ কামনা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
শুভ এখন ঢাকায় রয়েছেন। তার মায়ের শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে, তাই বঙ্গবন্ধু সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ রেখে ঢাকায় থাকতে হচ্ছে তার।
শুভ নিউজবাংলাকে বলেন, ‘শিগগিরই একটি ভিডিওবার্তা প্রকাশ করব আমার ভেরিফায়েড ফেসবুক পেজে। সেখানে সবার শুভেচ্ছার জবাব থাকবে। সঙ্গে আরও কিছু তথ্য জানাতে পারব আশা করি।’
জন্মদিন উপলক্ষে নূর সিনেমার যে পোস্টারটি প্রকাশ করা হয়েছে, সেখানে পাগল বেশে আরিফিন শুভ, বসে আছেন হাসপাতালের বিছানায়। আর তার পায়ের কাছে বসে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।