রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুণ ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন অভিনেত্রী নিপুণ।
সেখানে নিপুণ গণমাধ্যমের সামনে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনে একটি ভিডিও দেখান এবং নির্বাচনে অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে এনে দুটি স্ক্রিনশট দেখান।
স্ক্রিনশটের বিষয়ে জায়েদ সাইবার ক্রাইমের শরণাপন্ন হলে, স্পেশাল সাইবার ক্রাইম ইউনিট তাকে জানায় স্ক্রিনশটটি এডিট করা এবং অ্যাপের মাধ্যমে তৈরি। নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘জায়েদ খানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টা যাচাই করে দেখেছি। যে স্ক্রিনশটটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি এডিট করা।’
টাকা দিয়ে ভোট কেনার প্রমাণ হিসেবে যে ভিডিও নিপুণ গণমাধ্যমকে দেখিয়েছিলেন সে ভিডিওতে আছে অভিনেত্রী মুনমুনের উপস্থিতি। সেই মুনমুনও রোববার ফেসবুক লাইভে এবং সোমবার গণমাধ্যমের সামনে বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমার হাতে মাস্ক ছিল। আমি ব্যাগে সেটিই ঢোকাচ্ছিলাম।’
জায়েদের দাবি, ‘তাহলে কেন সংবাদ সম্মেলন করে মানুষের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করা হলো? আমাকে সামাজিকভাবে ছোট করা হলো?’
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে জায়েদ খান জানান, তিনি এ বিষয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করবেন যার প্রধান আসামি থাকবেন অভিনেত্রী নিপুণ।
সোমবার সন্ধ্যায় এফডিসিতে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘যে অপরাধটি আমি করিনি তার মিথ্যা তথ্য দিয়ে দেয়া হয়েছে। সমর্থিত কোনো সূত্র বা তথ্য নাই সেখানে। টাকার কথা বলে সমস্ত শিল্পীকে ছোট করা হয়েছে।’
এই বিষয়ে জায়েদ তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘আমার সিদ্ধান্ত, আমি এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে একটা মামলা করব।’
জায়েদ আরও বলেন, ‘তিনি (নিপুণ) এবং তার সঙ্গে যারা আছেন তাদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলাটি আমি আজকে (সোমবার) রাতে করতে পারি। আমার আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন।’
নিপুণের সঙ্গে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, সাইমন সাদিক, আরমান, জাদু আজাদ, জেসমিন। এদের বিরুদ্ধেও মামলা হবে কি না জানতে চাইলে জায়েদ বলেন, ‘সেটা আমার আইনজীবী দেখছেন। সবার কথা, ভিডিও দেখে মামলাটি হবে। এমন হতে পারে মামলাটি শুধু নিপুণের বিরুদ্ধে হতে পারে বা তার সঙ্গে আরও দুই-একজনের নাম থাকতে পারে।’