এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের অপসারণের দাবিতে তার কুশপুতুল দাহ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যরা।
পরিচালক সমিতির সামনে রোববার দুপুর ১২টার দিকে কুশপুতুল দাহ করা হয়।
এর আগে বেলা ১১টার দিকে ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে তারা এফডিসির এমডির অপসারণ দাবি করে তার অসহযোগিতামূলক আচরণের কথা তুলে ধরেন।
তাদের কথার পরিপ্রেক্ষিতে কাছাকাছি সময়ে সংবাদ সম্মেলন করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। সেখানে তিনি ১৭ সংগঠনের নেতাদের অভিযোগ অস্বীকার করেন।
গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিনে এফডিসিতে ঢুকতে না পারায় আন্দোলন করছে পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠন। সকাল ১০টা থেকে এফডিসির প্রশাসনিক ভবনে শুরু হয় এ আন্দোলন।
চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, শিল্পী সমিতি ছাড়া ১৭ সংগঠনের সদস্যরা নির্বাচনের দিনে এফডিসিতে ঢুকতে না পারায় বারবার এমডির সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তাতে কোনো সমাধান মেলেনি।
তিনি আরও বলেন, ‘এমডি নুজহাত ইয়াসমিন চলচ্চিত্রবান্ধব নন।’