বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিশাকে মিস করছেন জায়েদ

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২২ ২২:৪১

জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইও নিজের, তার পরও চার বছর একসঙ্গে থাকতে থাকতে একটা, প্রেসিডেন্ট-সেক্রেটারির সম্পর্কটা হাজবেন্ড-ওয়াইফের মতো হয়ে যায় না? তার জন্য অনেক মায়া হচ্ছে।’

শেষ হয়েছে শিল্পী সমিতির নির্বাচন, প্রকাশ হয়েছে ফল। তার পরও এফডিসিতে নেই কোনো আনন্দ মিছিল, নেই ভোটে জয়ী হওয়ার আনন্দ।

শনিবার ভোরে নির্বাচনের ফল প্রকাশের পর বিকেলে এফডিসিতে এসেছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তবে ভোটে যেতার আনন্দের ছাপ দেখা যায়নি তাদের মুখে।

কোনো আনন্দ-উল্লাস নেই কেন, জানতে চাইলে জায়েদ খান নিউজবাংলাকে বলেন, ‘আমার প্রেসিডেন্টের জন্য মনটা খারাপ। দুই টার্ম একসঙ্গে ছিলাম। তাকে মিস করছি। এ জন্য বিজয় উল্লাসটা মন থেকে আসছে না।’

নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে পেয়ে খুশি জায়েদ, তার পরও মনটা ভালো নেই সাধারণ সম্পাদকের।

জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইও নিজের, তার পরও চার বছর একসঙ্গে থাকতে থাকতে একটা, প্রেসিডেন্ট-সেক্রেটারির সম্পর্কটা হাজবেন্ড-ওয়াইফের মতো হয়ে যায় না? তার জন্য অনেক মায়া হচ্ছে।’

জায়েদ জানান, ফল ঘোষণার পর অনেকবার মিশা-জায়েদের মধ্যে ফোনে কথা হয়েছে।

সাংবাদিকদের অনুরোধ করে জায়েদ বলেন, ‘আমার সঙ্গে থেকে সবকিছু স্বচ্ছভাবে আপনারা তুলে ধরবেন। অনেকে অনেক কিছু কমপ্লেইন করবে। আমি যদি অন্যায় করি, মিডিয়ার যুগে আমি এড়িয়ে যেতে পারব না।’

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পান ১৭৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এ বিভাগের আরো খবর