টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত সভাপতি আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রওনক হাসান।
শুক্রবার রাত ১০টার দিকে এই ফলাফল ঘোষণা করেন শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।
সংঘের নবনির্বাচিত কমিটির একাংশ। ছবি: নিউজবাংলাসহসভাপতি পদের তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজু খাদেম।
অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
ফল ঘোষণা করছেন শিল্পী সংঘের নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। ছবি: নিউজবাংলাপ্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন সুজাত শিমুল।
কার্যনির্বাহী সদস্য সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
শুক্রবার শিল্পকলা একাডেমিতে হয় অভিনয় শিল্পী সংঘের তিন বছর মেয়াদি নির্বাচন।
নির্বাচন কমিশনার আরও জানান, ৭৫২ জন ভোটারের মধ্যে ৬৪২ সদস্য ভোট দেন। এর মধ্যে ৫৮টি ভোট বাতিল হয়েছে। ৫৮৪টি ভোট গ্রহণযোগ্য হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। সাড়ে ৭টার পর পরই শুরু হয় ভোট গণনা।
নির্বাচনে ২১টি পদে লড়েছেন ৪৮ প্রার্থী।