বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ বেলায় ভিড়, বাড়ল অভিনয় শিল্পী সংঘের ভোটের সময়

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২২ ১৭:৫২

এ নিয়ে নির্বাচন কমিশনের অধীনে থাকা ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদ ফারুক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একটি ভোটারও এসে লাইনে দাঁড়াবেন তারা ভোট দিতে পারবেন। তবে নির্দিষ্ট করে সাড়ে ৬টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টিভি অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ বেলায় দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোটারদের কথা চিন্তা করে ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে।

এ নিয়ে নির্বাচন কমিশনের অধীনে থাকা ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদ ফারুক নিউজবাংলাকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একটি ভোটারও এসে লাইনে দাঁড়াবেন তারা ভোট দিতে পারবেন। তবে নির্দিষ্ট করে সাড়ে ৬টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।’

দুপুরের খাবারের বিরতির আগ পর্যন্ত জানা গেছে, দেড় শতাধিক ভোট পড়েছে।

টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের দায়িত্ব নতুন কমিটির কাঁধে তুলে দেবেন ৭৫২ ভোটার।

নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ প্রার্থী। সভাপতি পদে আছেন গত দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তার প্রতিদ্বন্দ্বী ড. শাহাদাৎ হোসেন (নিপু)।

সহসভাপতি পদের জন্য লড়ছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও আলমগীর কবীর (কবীর টুটুল)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল।

অর্থ সম্পাদক পদের প্রার্থী সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম (নয়ন)। দপ্তর সম্পাদক পদে আছেন মামুন অর রশিদ (কবি মামুন) ও শেখ মেরাজুল ইসলাম।

অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিথর মাহবুব ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদের প্রার্থী ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের প্রার্থীরা হলেন আইনুন নাহার পুতুল, আবুল কালাম আজাদ মিয়া, আশরাফ কবির, আশরাফুল আশীষ, গোলাম কিবরিয়া তানভীর, রাজীব সালেহীন, নূরুন নাহার বেগম, মিষ্টি মারিয়া, তানভীর মাসুদ, মাজনুন মিজান, মো. আবদুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল রাজু, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হিমে হাফিজ।

এ বিভাগের আরো খবর