বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তির নতুন তারিখ জানাল ‘আরআরআর’

  •    
  • ২১ জানুয়ারি, ২০২২ ২০:২৯

সিনেমাটির টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট সেখানে জানানো হয়েছে, ‘যদি দেশে মহামারি পরিস্থিতির উন্নতি হয় এবং সব প্রেক্ষাগৃহ শতভাগ দর্শক নিয়ে খুলে যায়, তাহলে আমরা ১৮ মার্চ সিনেমাটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুত। অন্যথায় ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।’

সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে ভারতীয় অনেক সিনেমার মুক্তি স্থগিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি বাহুবলির নির্মাতা এস এস রাজমৌলির বহুল আলোচিত বিগ বাজেটের সিনেমা আরআরআর।

গত ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। আর তা ঘিরেই চালানো হয়েছিল ব্যাপক প্রচারণাও, কিন্তু করোনা বৃদ্ধি পাওয়ায় দিল্লিসহ দেশটির বিভিন্ন প্রান্তে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। আবার কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রাখার ঘোষণাও দেয়া হয়। শেষমেশ এই পরিস্থিতিতে মুক্তি স্থগিত করতে বাধ্য হয় সিনেমাটির নির্মাতারা।

তবে নতুন করে আবারও মুক্তির তারিখ জানাল আরআরআর-এর সংশ্লিষ্টরা। আগামী ১৮ মার্চ অথবা ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

আরআরআর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শুক্রবার সন্ধ্যার এ তথ্য জানানো হয়।

সিনেমাটির টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট সেখানে জানানো হয়েছে, ‘যদি দেশে মহামারি পরিস্থিতির উন্নতি হয় এবং সব প্রেক্ষাগৃহ শতভাগ দর্শক নিয়ে খুলে যায়, তাহলে আমরা ১৮ মার্চ সিনেমাটি মুক্তি দেয়ার জন্য প্রস্তুত। অন্যথায় ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।’

#RRRMovie on March 18th 2022 or April 28th 2022. 🔥🌊 pic.twitter.com/Vbydxi6yqo

— RRR Movie (@RRRMovie) January 21, 2022

আরআরআর-এ অভিনয় করেছেন রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনসহ আরও অনেক তারকা।

মেগা বাজেটের এই সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

এ বিভাগের আরো খবর