পান থেকে চুন খসলেই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের শিকার হন তারকারা। শরীরের গঠন নিয়েও কুরুচিকর মন্তব্যের মুখে পড়েন তারা।
সমালোচনার শিকার হওয়া তেমন একজন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এ নিয়ে নায়িকার সাফ কথা, ‘আমি কোনো প্লাস্টিকের পুতুল নই। আর আমার কিছু পরিবর্তনের দরকার নেই।’
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এমন সময় ছিল যখন আমাকে বলা হয়েছে, আমার ঠোঁটটা লাইনার দিয়ে ভরাট করতে, যাতে সেটা মোটা লাগে। এটা আমার কাছে অর্থহীন মনে হতো। একবার আমি সেটা করেও ছিলাম।
‘আমাকে এটাও বলা হয়েছিল যে, আমি হাসলে আমার নাকের ফুটোগুলো বড় দেখায়। সেটা নিয়ে হাসির খোরাক হব আমি, সবাই সমালোচনা করবে। যখন আমি হাসি, তখন সত্যি কখনো কখনো আমার নাকের ফুটোগুলো বড় হয়ে যায়, কিন্তু সেটাই তো স্বাভাবিক, তাই না? আরে বাবা, আমি তো আর প্লাস্টিকের পুতুল নই।’
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
কৃতি আরও বলেন, অনেকেই তার হাসির ধরন নিয়েও কটাক্ষ করেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি তো ওই রকম হাসি নিয়েই জন্মেছি। কী করব? হয়তো অনেকেই সরাসরি বলে না এটা চেঞ্জ করে নাও, তবে ঘুরিয়ে ফিরিয়ে বলে। সবাইকেই বোধ হয় শুনতে হয় এই ধরনের কথা।
‘আজকাল সবাই চায় সবসময় পারফেক্ট দেখতে লাগবে। তাই তো ইনস্টাগ্রামেও আজকাল এত ফিল্টার। আমাকে তো একবার অচেনা একজন বলেছিল, আমার কোমরটা একটু ভারী করতে। এদেরকে পাত্তা দেয়ার দরকার নেই। আপনি খেয়াল রাখবেন এদের কথা এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করে দেবেন।’
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
কৃতি অভিনীত সবশেষ সিনেমা হাম দো হামারে দো মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
এ মুহূর্তে অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। অক্ষয়ের নায়িকা হিসেবে বচ্চন পাণ্ডেতে থাকছেন তিনি।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত
এ ছাড়াও আদিপুরুষ সিনেমায় প্রভাসের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ভেড়িয়া, গণপত, শেহজাদার মতো আলোচিত সিনেমা রয়েছে কৃতির হাতে।