দুই দিন আগে মালাইকা-অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙার গুঞ্জন ওঠে। সব জল্পনায় মিথ্যে করে দেন অর্জুন। ছবি পোস্ট করে অর্জুন জানান, তাদের সম্পর্কে গুঞ্জনের কোনো জায়গা নেই।
এ বিষয়ে চুপ ছিলেন মালাইকা, কিন্তু বারবার অর্জুনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনায় বিরক্ত নায়িকা। এবার সেই যন্ত্রণার কথাই জানালেন মালাইকা।
বয়সে অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মালাইকা, হয়েছে বিয়ে বিচ্ছেদ। প্রাপ্ত বয়স্ক এক ছেলে সন্তানের মাও তিনি। সব মিলিয়ে এ প্রেম নিয়ে বার বার হেনস্থা হতে হয়েছে-হচ্ছে মালাইকার। মালাইকাকে ‘বুড়ি’ বলে বিদ্রুপ করা হয়েছে।
বলিউড অভিনেত্রী, উপস্থাপক মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত
এবার অভিনেত্রীর পাল্টা প্রশ্ন- ‘চল্লিশের পর জীবনে কি প্রেম আসতে পারে না?’
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেছেন মালাইকা। সেখানে তিনি লেখেন, ‘সত্যি সত্যি জানতে চাই, চল্লিশের পর ভালোবাসা খুঁজে পাওয়া, ত্রিশের কোঠায় নতুন স্বপ্ন দেখা এটা তো স্বাভাবিক। তাই না? নিজেকে স্বাভাবিক ভাবুন, ৫০ বছর বয়সেও জীবন ততটাই অর্থবহ। জীবন তো ২৫শে শেষ হয়ে যায় না। জীবনে কুড়ির কোঠাতেই শেষ এমন ভান করা বন্ধ করুন।’
প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত
মনের মানুষের লেখা কথা অর্জুন কাপুরও তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রি-পোস্ট করেন। জুটি বুঝিয়ে দিতে চাইছেন তাদের প্রেম খুব স্বাভাবিক।
২০১৭ এর মে মাসে আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সংসার ভাঙে মালাইকার। আরহান খান তাদের একমাত্র পুত্র সন্তান। ২০১৬ সাল থেকে অর্জুন-মালাইকার ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে।