বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গ বিডিতে ডয়চে ভেলের সিরিজ ‘এশিয়ার নারীরা’

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২২ ১৪:৫৫

ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তাইওয়ানের নারীরা নিজেদের জীবনের নানা দিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সিরিজে। অনলাইন ডেটিং, সৌন্দর্য, কর্মজীবন, মানসিক স্বাস্থ্য এবং বিয়েসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো কীভাবে এশিয়ার নারীরা দেখছেন, তা পর্বগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে।

জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের নারীবিষয়ক পরিবেশনা ‘এশিয়ার নারীরা’ প্রচার হছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে।

এশিয়ার নারীদের অনুপ্রেরণামূলক বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এ সিরিজ। ৬ পর্বের সিরিজের প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট।

ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তাইওয়ানের নারীরা নিজেদের জীবনের নানা দিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সিরিজে।

অনলাইন ডেটিং, সৌন্দর্য, কর্মজীবন, মানসিক স্বাস্থ্য এবং বিয়েসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো কীভাবে এশিয়ার নারীরা দেখছেন, তা পর্বগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে।

এশিয়ায় ডয়চে ভেলের বিভিন্ন পার্টনারের (যেমন: ভারতে স্ক্রল মিডিয়া, পাকিস্তানের ডন মিডিয়া গ্রুপ এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পিআইকে ফিল্ম) যৌথ প্রযোজনায় নির্মিত এ সিরিজটি ২০টি অনলাইন প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডয়চে ভেলের এশিয়া শাখার বিতরণ ব্যবস্থাপক ম্যাক্সিমিলিয়ান পিকার্ট বলেন, ‘সামাজিক বৈচিত্র্য ও বহুমুখিতাকে উৎসাহ দেয়, এমন বিষয় নিয়ে আমরা কাজ করি। আমরা নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ-প্রযুক্তিসহ নানা বিষয় সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

ডয়চে ভেলের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিতরণ প্রতিনিধি জয়া ওবেরয় বলেন, “নারীবিষয়ক সিরিজ ‘এশিয়ার নারীরা’র মাধ্যমে আমরা এশিয়ার সমাজের বিভিন্ন স্তরে নারীদের গল্প তুলে ধরেছি। এ সিরিজটি নারীদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়কে তুলে ধরেছে।”

বাংলাদেশে ডয়চে ভেলের বিতরণ প্রতিনিধি নাজিয়া আদনিন বলেন, “‘এশিয়ার নারীরা’ সিরিজটিতে এশিয়ার নারীদের অসাধারণ সব গল্প ফুটিয়ে তোলা হয়েছে।অনুপ্রেরণাদায়ক গল্পগুলো নারীদের জীবন সংগ্রামের না বলা কথাগুলো পাঠকের সামনে মেলে ধরেছে। সিরিজটি বঙ্গ বিডিতে প্রচার করতে পেরে আমরা আনন্দিত। কারণ বঙ্গ বিডিই হলো বিপুলসংখ্যক জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছানোর সবচেয়ে উপযুক্ত মাধ্যম।”

ইংরেজিতে নির্মিত সিরিজটি বাংলাদেশি দর্শকদের জন্য অনুবাদ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডয়চে ভেলে সিরিজের দ্বিতীয় সিজন চলতি বছরের শুরুতেই প্রচারের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় সিজনে এশিয়ার তিন দেশ থাইল্যান্ড, ফিলিপাইন ও হংকংয়ের নারীদের গল্প বলার পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরো খবর