বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিশা-ফারুকীর মেয়ের ছবি নিয়ে বিভ্রান্তি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ জানুয়ারি, ২০২২ ১৪:০৩

যে ভিডিও থেকে ছবি নিয়ে অনেকে ইলহামের বলে চালিয়ে দিয়েছেন বলে দাবি তিশার, সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট হয়েছে প্রফেসর ডা. সংযুক্তা সাহার ভেরিফায়েড পেজ থেকে এবং ভিডিওটি ২০২১ সালের ২ এপ্রিল পোস্ট করা।

অভিনেত্রী-পরিচালক দম্পতি তিশা-ফারুকীর ঘরে এসেছে কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। হাসপাতাল থেকে ৮ জানুয়ারি বাসায় ফিরেছেন মা-মেয়ে।

কন্যা ঘরে আসায় নতুন আনন্দে মেতেছেন মা-বাবা। তবে এ আনন্দের মধ্যে ছোট কিছু সমস্যা তো রয়েই যায়। এই যেমন জন্মের পাঁচ দিন যেতে না যেতেই ইলহামের ছবি নিয়ে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি।

ইলহামের জন্মের পর পরই তিশা ও ফারুকী ভিন্ন ভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। নবজাতক মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেও মেয়ের মুখ আড়াল রেখে ছবি পোস্ট করেছেন তিশা-ফারুকী।

কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীকে কোলে নিয়ে আছেন বাবা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

৮ জানুয়ারি বাসায় ফেরার সময় তিশার কোলে ছিলেন ইলহাম এবং তার একটি ভিডিও প্রকাশ করেন তিশা। সেখানেও ইলহামের মুখ দেখা যায়নি।

তবে কিছু জায়গায় তিশার কোলে থাকা এক নবজাতকের ছবি প্রকাশ করে বলা হচ্ছে সেই বাচ্চাটিই ইলহাম। বিষয়টি ঠিক না বলে জানিয়েছেন তিশা।

তিশার কোলের বাচ্চাটাকে অনেকে ইলহাম মনে করছেন, কিন্তু ইলহামের ছবি এখনও প্রকাশ পায়নি। ছবি: সংগৃহীত

তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘একটা ব্যাপারে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আরও ছড়ানোর আগেই আমরা পরিষ্কার করতে চাই। কিছু কিছু সংবাদ এবং ভিডিওর সঙ্গে ইলহামের ছবি হিসেবে একটা পুরোনো ছবিকে জুড়ে দেয়া হচ্ছে।

‘আমরা জানতে পেরেছি শুরুর দিকে ভুলে এটা যোগ করা হয়েছিল কিছু রিপোর্টের সঙ্গে যেটা পরে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অনলাইনে একটা কিছু উঠে গেলে তো সেটা ছড়াতেই থাকে। সে জন্যই এই পোস্ট দেয়া, যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়।

‘আমরা যখন ইলহামের ছবি সবার শেয়ার করতে চাইব, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। তাই প্লিজ অন্য ছবিকে যেন ইলহামের বলে আমরা না ছড়াই। সবাই ভালো থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ইলহাম এবং আমাদের পরিবার কৃতজ্ঞ।’

যে ভিডিও থেকে ছবি নিয়ে অনেকে ইলহামের বলে চালিয়ে দিয়েছেন বলে দাবি তিশার, সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট হয়েছে প্রফেসর ডা. সংযুক্তা সাহার ভেরিফায়েড পেজ থেকে এবং ভিডিওটি ২০২১ সালের ২ এপ্রিল পোস্ট করা। অন্যদিকে ইলহামের জন্ম হয়েছে ২০২২ সালের ৫ জানুয়ারি। সংযুক্তা সাহা তিশার প্রসবকালীন চিকিৎসক ছিলেন।

এ বিভাগের আরো খবর