ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলট। এর নতুন সিজনের কাজ শুরু হবে শিগগিরই। গত বছরই সিরিজটির নতুন সিজন ঘোষণা করা হয়েছিল।
দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় প্রথম সিজনে অভিনয় করেছিলেন সৌরভ দাস, শোলাঙ্কি রায়, চান্দ্রেয়ী ঘোষরা। এবারও মন্টুর সঙ্গে থাকবে শোলাঙ্কি, তেমনটাই কথা ছিল।
নীলকুঠির (যৌনপল্লী) রাজা বা নীলকুঠির পাইলট হিসেবে সৌরভকেই দেখা যাবে, তা এক প্রকার নিশ্চিত; কিন্তু এবার শোনা যাচ্ছে দ্বিতীয় সিজনে অনিশ্চিত শোলাঙ্কি রায়।
আর শোলাঙ্কির জায়গায় প্রজেক্টটি নিতে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
হিন্দুস্তান টাইমস বাংলা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শোলাঙ্কি নিজেই নাকি সরে দাঁড়াচ্ছেন এই ওয়েব সিরিজ থেকে। কিন্তু কেন? টলিউডে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন।
নির্মাতা সংস্থার এক প্রতিদ্বন্দ্বী প্রযোজনা সংস্থাই নাকি এর জন্য দায়ী। তাদের আসন্ন সিনেমার নায়িকা শোলাঙ্কি, তাই হইচই প্ল্যাটফর্মে এখন কাজ করুক অভিনেত্রী তেমনটা চায় না ওই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।
শোলাঙ্কির এই চরিত্রের অফার নাকি কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনদের কাছেও গিয়েছিল, তবে তারা শেষমেশ এ প্রস্তাব ফিরিয়ে দেয়। অবশেষে এই সিরিজে শোলাঙ্কির চরিত্রটি করতে রাজি হয়েছেন মিথিলা।
আপতত করোনা আক্রান্ত মিথিলার মেয়ে আইরা ও স্বামী সৃজিত, তাই আইসোলেশনে রয়েছেন তিনি। কোয়ারেন্টিন পর্ব শেষ হলেই নাকি শুরু হবে ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শুটিং, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।