শুরু হয়েছে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হয় এ আয়োজন।
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হয়েছে উৎসবটি।
এর পর্দা উঠেছে মো. সেলিম খান পরিচালিত ও প্রযোজিত আগস্ট ১৯৭৫ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি চলচ্চিত্র ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাবা-মা, অভিভাবকরা শিশুদের যেভাবে চাপ দিয়ে পড়া লেখা করান তা অমানবিক। বাবা-মা হয়তো ডাক্তার, প্রকৌশলী হতে পারেননি, এখন সন্তানকে সেটা করতেই হবে, সন্তানের মধ্যে বাবা-মা নিজের ইচ্ছাকে চাপিয়ে দেন। শিশুদের যে বিষয়ে আগ্রহ আছে সেই বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করা উচিত।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঞ্চসারথি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
উৎসব উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
উৎসবে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
উৎসবে বাংলাদেশসহ ১২১ টি দেশের প্রায় এক হাজার চলচ্চিত্র জমা পড়েছিল। তার মধ্যে থেকে সিলেকশন কমিটি ৬০০ চলচ্চিত্র মনোনীত করেছে। বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে ৬ জানুয়ারি সমাপনী দিনে।
সমাপনী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে- ফেস্টিভ্যাল প্রিমিয়ার হিসেবে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল প্রযোজিত, অঞ্জন আইচ পরিচালিত আগামীকাল চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।
উৎসবের বিস্তারিত জানা যাবে www.cinemaking.org ওয়েবসাইটে।