এটা বোধ হয় দুঃস্বপ্নেও কেউ ভাবেনি। ৮৩ সিনেমার সঙ্গে এমনটা ঘটবে! একেই বোধ হয় বলে ‘দর্শকের মার’। ৮৩ সিনেমা বক্স অফিসে রেকর্ড করবে-এমনটাই আশা করেছিলেন বক্স অফিস বিশেষজ্ঞরা; তবে মুক্তির পর থেকেই ধুঁকছে এ স্পোর্টস ড্রামা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ৯ দিনে মাত্র ৭৯.৪৬ কোটি রুপি আয় করেছে ৮৩।
বক্স অফিস ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে, সিনেমাটির টিকিটের চাহিদা খুবই কম। প্রথম সপ্তাহে ৩৮ লাখ টিকিট বিক্রি হয়েছে এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্যে, সুপারফ্লপ জিরো এর চেয়েও পিছিয়ে ৮৩।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়া জিরো সিনেমারও প্রথম সপ্তাহে ৩৯ লাখ টিকেট বিক্রি হয়েছিল। হিন্দি সিনেমার বিচারে ৮৩-এর টিকিটের মূল্য অনেক চড়া। সেটাও এ সিনেমার ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।
অন্যদিকে টিকিট সস্তা হলে হয়তো কালেকশন আরও কম হতো।
করোনার জন্য দিল্লিতে আগেই বন্ধ হয়েছে প্রেক্ষাগৃহ। এটিও একটি কারণ সিনেমা ফ্লপ হওয়ার। বিশেষজ্ঞরা বলছেন, সব মিলিয়ে প্রায় ৫০ কোটি রুপি লোকসান হতে পারে ৮৩ সিনেমার প্রযোজকদের।
ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের সোনালি ইতিহাস উঠে এসেছে পরিচালক কবীর খানের এ সিনেমায়।